TMC News: ৬ কেন্দ্রের উপনির্বাচনে ক্লিন বোল্ড বিজেপি, কোন অঙ্কে বাজিমাত শাসক দলের?
ABP Ananda Live: হাড়োয়া থেকে মাদারিহাটে জয়জয়কার তৃণমূলের, নেপথ্যে কোন রাজনৈতিক অঙ্ক? উপনির্বাচনে রাজ্যের ছয়টি আসনেই জিতল তৃণমূল। ধুয়ে মুছে সাফ বিরোধীরা। কোন অঙ্কে বাজিমাত শাসক দলের? ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ক্লিন বোল্ড বিজেপি। অন্যদিকে, একই পিচে মারকাটারি ব্যাটিং করল তৃণমূল। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ২টি আসনে ১ লক্ষেরও বেশি ভোটে জিতল বাংলার শাসকদল। কোচবিহারের সিতাই বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় জিতলেন ১ লক্ষ ৩০ হাজার ৬৩৬ ভোটে। এই আসনে তৃণমূলের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৬৫ হাজার ৯৮৪। বিজেপি প্রার্থী দীপককুমার রায় পেয়েছেন ৩৫ হাজার ৩৪৮টি ভোট। একুশের বিধানসভা ভোটে সিতাই কেন্দ্রে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার জয়ের ব্যবধান ছিল ১০ হাজার ১১২। ২৪-এর লোকসভা নির্বাচনে সিতাই কেন্দ্রে প্রায় ২৯ হাজার ভোটে এগিয়েছিল তৃণমূল। সেই ব্যবধানই উপনির্বাচনে গিয়ে দাঁড়াল লক্ষাধিকে।
![RG Kar Case: আর জি কর মামলা হাইকোর্টে ফেরাতে সুপ্রিম কোর্টে নিহত চিকিৎসকের পরিবার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/04/959647dc451cd7756961fd769c37f2de1738633936485968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Lake Kalibari: প্রত্যেক বছরের মতো এবারেও লেক কালীবাড়িতে সরস্বতী পুজোর এলাহি আয়োজন | ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/04/0091c7b343e0abc3c300d8ddb64db5da1738633681423968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Malda News: পুখুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সরস্বতী পুজোর মণ্ডপে রাত পাহারা পরামর্শ ঘিরে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/04/210cbfbbe8005c9e3cdcc273a8bf93b61738633344610968_original.png?impolicy=abp_cdn&imwidth=100)
![Recruitment Scam: ধর্মতলায়, আন্দোলন মঞ্চেই বাগদেবীর আরাধনা করলেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/04/5bc298fcb04f0cf46b5ab6e60c2cd45c1738632751057968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Saraswati Puja: হাইকোর্টের নির্দেশে,সশস্ত্র পুলিশ পাহারায় সরস্বতী হল পুজো যোগেশচন্দ্র চৌধুরী কলেজে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/04/d8892fce68cb89e596b71735b770f43c1738632269507968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)