Democratic Azad Party: উপত্যকায় নতুন দল, 'ডেমোক্রেটিক আজাদ পার্টি' তৈরি গুলাম নবি আজাদের
Ghulam Nabi Azad: চলতি বছরের ২৬ আগস্ট, কংগ্রেস ত্যাগ করেছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। দলত্যাগের পিছনে রাহুল গাঁধীকেই নিশানা করেছিলেন আজাদ।
নয়াদিল্লি: কদিন আগেই ছেড়েছিলেন পুরনো শিবির। নয়া দল গড়ার জল্পনা ছিলই। এবার সেটাই সত্যি প্রমাণ করে নতুন দলের ঘোষণা করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। নাম 'ডেমোক্রেটিক আজাদ পার্টি'।
সংবাদ সংস্থা এএনআই-এর সূত্র অনুসারে জম্মুতে গুলাম নবি আজাদ জানিয়েছেন, 'নতুন দলের জন্য অন্তত দেড় হাজার নামের প্রস্তাব এসেছিল। তার মধ্যে উর্দু ছিল, সংস্কৃত ছিল। হিন্দি-উর্দুর মিশ্রণে তৈরি হিন্দুস্তানি ভাষায় নাম ছিল। আমরা চেয়েছিলাম আমাদের নতুন দলের নাম গণতান্ত্রিক হবে ও শান্তির বার্তা দেবে।
কোন লক্ষ্যে নতুন দল:
গুলাম নবি আজাদ আগেই বলেছিলেন, জম্মু-কাশ্মীরের রাজ্য মর্যাদা (Statehood) ফিরিয়ে আনা এবং বাসিন্দাদের চাকরি ও জমির অধিকার রক্ষার কাজ করবে তাঁর দল।
চলতি বছরের ২৬ আগস্ট, কংগ্রেস ত্যাগ করেছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। দলত্যাগের পিছনে রাহুল গাঁধীকেই নিশানা করেছিলেন আজাদ। সনিয়া গাঁধীকে (Sonia Gandhi) তিনি যে চিঠি দিয়েছেন, তাতে তিনি অভিযোগ করেছেন, 'রাহুল গাঁধী রাজনীতিতে আসার পর থেকে, বিশেষ করে ২০১৩ সালের জানুয়ারি মাসের পরে আপনি যখন রাহুলকে কংগ্রেসের সহা সভাপতির পদে বসিয়েছেন তার পর থেকেই কংগ্রেসের অভ্যন্তরীণ ব্যবস্থা ধ্বংস করেছেন উনি। সব বরিষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের বসিয়ে দেওয়া হয়েছে।' সূত্রের খবর, ইস্তফাপত্রে গুলাম নবি আজাদ অভিযোগ করেছেন, দলে প্রবীণদের মর্যাদা দেওয়া হচ্ছিল না। নবীনদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছিল। রাহুল গান্দীর নেতৃত্ব যে তিনি মেনে নিতে পারছিলেন না, তা চিঠিতে স্পষ্ট করে দিয়েছেন গুলাম নবি আজাদ। তাঁর অভিযোগ, রাহুল প্রবীণ নেতাদের অসম্মান করতেন। কংগ্রসের জি ২৩ গোষ্ঠীর নেতারা দলে সংস্কার চেয়ে চিঠি দেওয়ার পর কপিল সিব্বলের বাড়িতে হামলা হয়েছিল, তাঁকেও অসম্মান করা হয়েছিল বলে অভিযোগ করেছেন রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা। সেইসঙ্গে তাঁর অভিযোগ, এখন রাহুলের নিরাপত্তারক্ষীরা দল চালান। ইউপিএ আমলের মতো রিমোট কন্ট্রোলে কংগ্রেস চালানো হয় বলেও অভিযোগ করেছেন তিনি।
আজাদকে দেখে আরও পদত্যাগ:
প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তারা চাঁদ সহ দুই ডজনেরও বেশি বিশিষ্ট কংগ্রেস নেতা, বেশ কয়েকজন প্রাক্তন মন্ত্রী এবং বিধায়কও আজাদের সমর্থনে কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। পিডিপি এবং আপনি পার্টির একজন করে প্রাক্তন বিধায়কও সেই পথ নেন।
আরও পড়ুন: মরুরাজ্যে কংগ্রেস শিবিরে ডামাডোল, গহলৌত শিবিরের শর্ত ঘিরে চরম দ্বন্দ্ব