Draupadi Murmu Profile: শিক্ষক থেকে রাজ্যপাল, আড়াই দশকের রাজনৈতিক জীবন, এবার রাষ্ট্রপতি পদপ্রার্থী
Presidential Election 2022: বছর চৌষট্টির দ্রৌপদী মুর্মু দীর্ঘদিনের রাজনীতিবিদ। রাজনৈতিক জীবন অন্তত আড়াই দশকের। দল থেকে আইনসভা, সর্বত্র বিভিন্ন পদে নানা দায়িত্ব সামলেছেন দ্রৌপদী মুর্মু।
নয়াদিল্লি: রাইসিনার জন্য মঙ্গলবার নিজেদের প্রার্থী ঘোষণা করল এনডিএ। আর তাতেই চমক। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এনডিএ বেছে নিল আদিবাসী সমাজের মহিলা মুখ দ্রৌপদী মুর্মুকে। বিজেপির দাবি, রাষ্ট্রপতি পদের জন্য এই প্রথম আদিবাসী সমাজের কোনও প্রতিনিধিকে বেছে নেওয়া হল। এদিন সাংবাদিক বৈঠকে দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) নাম ঘোষণার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) বলেন, 'আমরা ভেবেছি, পূর্ব ভারত থেকে কেউ হলে ভাল হত। আদিবাসী কেউ হয়নি। তাই দ্রৌপদী মুর্মুর নাম আনা হয়েছে।'
বছর চৌষট্টির দ্রৌপদী মুর্মু দীর্ঘদিনের রাজনীতিবিদ। রাজনৈতিক জীবন অন্তত আড়াই দশকের। দল থেকে আইনসভা, সর্বত্র বিভিন্ন পদে নানা দায়িত্ব সামলেছেন দ্রৌপদী মুর্মু।
ভোটের ময়দানে দ্রৌপদী মুর্মু:
- ২০০০ ও ২০০৪ সালে ওড়িশার রাইরংপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে জিতে বিধায়ক হন দ্রৌপদী মুর্মু।
- ওড়িশার বিজেপি-বিজেডি জোট সরকারে মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী ছিলেন তিনি।
- ১৯৭৯ থেকে ১৯৮৩ অবধি ওড়িশার সেচ ও বিদ্যুৎ দফতরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন দ্রৌপদী মুর্মু।
- তারপর ১৯৯৪ থেকে ১৯৯৭ অবধি ছিলেন সাম্মানিক সহকারী শিক্ষক।
- ১৯৯৭ সালে পুরভোটে জিতে কাউন্সিলর হন দ্রৌপদী মুর্মু। সেই সঙ্গে রাইরংপুর পুরসভার ভাইস চেয়ারপার্সনের দায়িত্বও পান তিনি।
বিজেপির একাধিক সাংগঠনিক দায়িত্বও পালন করেছেন দ্রৌপদী মুর্মু।
কোন কোন পদে ছিলেন তিনি?
- ২০০২ থেকে ২০০৯ অবধি বিজেপির আদিবাসী মোর্চার জাতীয় কর্মসমিতির সদস্য ছিলেন।
- ২০০৬ থেকে ২০০৯ অবধি ওড়িশা বিজেপির আদিবাসী মোর্চার সভানেত্রীর দায়িত্বে ছিলেন।
- ২০১০ সালে ময়ূরভঞ্জ পশ্চিমের জেলা বিজেপি সভাপতি করা হয় দ্রৌপদী মুর্মুকে।
দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ারে পর রাজ্যপালের (Governor) দায়িত্বও সামলেছেন তিনি। দ্রৌপদী মুর্মু ২০১৫ থেকে ২০২১ অবধি ঝাড়খণ্ডের (Jharkhand) রাজ্যপাল ছিলেন। মঙ্গলবার বর্ষীয়ান রাজনীতিবিদ দ্রৌপদী মুর্মুর নামই রাষ্ট্রপতি (President) পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে এনডিএ। নাম ঘোষণার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ট্যুইট করে বলেন, 'সমাজের সেবা, গরিব ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে দ্রৌপদী মুর্মু তাঁর গোটা জীবন উৎসর্গ করেছেন। প্রশাসনের অংশ এবং রাজ্যপাল হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আমি নিশ্চিত তিনি রাষ্ট্রপতি হিসেবেও দারুণ কাজ করবেন।' দ্রৌপদী মুর্মুকে বিজেপি রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করার পর, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ট্যুইট করে বলেন, 'দেশের সর্বোচ্চ পদের জন্য NDA’র প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষিত হওয়ায় দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন। আমি আনন্দিত হয়েছিলাম, যখন প্রধানমন্ত্রী আমার সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছিলেন, এটি সত্যিই ওড়িশাবাসীর জন্য একটি গর্বের মুহূর্ত।' রাজনৈতিক মহলের মতে এনডিএ’র (NDA) বাইরে থাকলেও, তিনি যে বিজেপির প্রার্থীকেই সমর্থন করছেন তার ইঙ্গিত দিয়েছেন ওড়িশার (Odisha) মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু, কে তিনি?