Fuel Price Hike: পাঁচ দিনে এই নিয়ে চতুর্থ বার, ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের, পকেটে টান মধ্যবিত্তের
Fuel Price Hike: গত পাঁচ দিনে লিটার প্রতি পেট্রল-ডিজেলের দাম ৩ টাকা ২০ পয়সা বাড়ানো হয়েছে।
![Fuel Price Hike: পাঁচ দিনে এই নিয়ে চতুর্থ বার, ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের, পকেটে টান মধ্যবিত্তের Fuel Price Hike: Petrol, Diesel Prices Hiked Again, Fourth Time In 5 Days Fuel Price Hike: পাঁচ দিনে এই নিয়ে চতুর্থ বার, ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের, পকেটে টান মধ্যবিত্তের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/02/f075de8117ad415e13485a57813d6a1e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: পাঁচ রাজ্যের নির্বাচন মিটতেই লাগাতার বেড়ে চলেছে জ্বালানির দাম (Fuel Price Hike)। শনিবারও সেই ধারাই বজায় থাকল। এ দিন লিটারে ফের ৮০ পয়সা দাম বাড়ল পেট্রল (Petrol Price Hike) এবং ডিজেলের (Diesel PRice Hike)। এই নিয়ে গত পাঁচ দিনে চার বার দাম বাড়ল পেট্রল এবং ডিজেলের। আর তাতে হাত পুড়ছে সাধারণ মানুষের। কাঁচামালের মূল্যবৃদ্ধির জেরেই গ্রাহকদের পকেটে হাত দিতে হচ্ছে বলে যুক্তি তেল সংস্থাগুলির।
এ দিন ফের দাম বাড়ার ফলে রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম ৯৭ টাকা ৮১ পয়সা থেকে বেড়ে ৯৮ টাকা ৬১ পয়সায় গিয়ে ঠেকেছে। ডিজেলের দামও লিটারে ৮৯ টাকা ৭ পয়সা থেকে বেড়ে হয়েছে ৮৯ টাকা ৮৭ পয়সা। জ্বালানি ব্যবসায়ীরা বিজ্ঞপ্তি জারি করে নয়া মূল্যের কথা জানিয়েছেন।
এই মুহূর্তে মুম্বইয়ে লিটার প্রতি পেট্রলের দাম পড়ছে ১১৩ টাকা ৩৫ পয়সা। নয়া মূল্য অনুযায়ী, চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রলের দাম পড়ছে ১০৪ টাকা ৪৩ পয়সা এবং কলকাতাতেও ১০৭ টাকা ১৮ পয়সা থেকে বেড়ে ১০৮ টাকা ১ পয়সা দাম হল লিটার প্রতি পেট্রলের (Kolkata Petrol Price)।
পাঁচ দিনে ৩ টাকা ২০ পয়সা বৃদ্ধি
গত পাঁচ দিনে যে চার বার পেট্রল-ডিজেলের দাম বেড়েছে, প্রতিবারই লিটারে ৮০ পয়সা করে বাড়ানো হয়েছে। ২০১৭ সালের জুন মাসের পর থেকে দৈনিক মূল্যবৃদ্ধির নিরিখে এখনও পর্যন্ত যা সর্বাধিক। অর্থাৎ গত পাঁচ দিনে লিটার প্রতি পেট্রল-ডিজেলের দাম ৩ টাকা ২০ পয়সা বাড়ানো হয়েছে।
পাঁচ রাজ্য়ে বিধানসভা নির্বাচনের আগে ৪ নভেম্বর থেকে টানা ১৩৭ দিন জ্বালানির দাম বাড়ানো হয়নি। সেই সময় আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম অত্যধিক বাড়লে, ভারতে পেট্রল-ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। কিন্তু ভোট মিটে যাওয়ার পরই সরকাররে উপর চাক সৃষ্টি করতে শুরু করে তেল সংস্থাগুলি। কয়েক মাসের ক্ষতি পুষিয়ে দিতে ধাপে ধাপে লিটারে ১২ থেকে ১৫ টাকা দাম বাড়ানোর সুপারিশ করে তারা।
আরও পড়ুন: Savings Account Types: সেভিংস অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই জানুন এই বিষয়, এতে লাভবান হবেন আপনি
ক্ষতি পুষিয়ে দিতেই কি ধাপে ধাপে বাড়ছে দাম!
তার পরই গত পাঁচ দিনে এই নিয়ে চতুর্থ বার দাম বাড়ল পেট্রল-ডিজেলের। শেয়ার বাজারে বিভিন্ন সংস্থার ওঠাপড়া, ব্যবসার পরিস্থিতি সংক্রান্ত বিচার-বিশ্লেষণকারী সংস্থা মুডিজ ইনভেস্টর সার্ভিসেস জানিয়েছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC), ভারত পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেড, হিন্দুস্তান পেট্রলিয়াম কর্পোরেশন লিমিটেডের মতো রাষ্ট্রীয় তেল সংস্থার সাম্প্রতিক কালে সামগ্রিক ভাবে ২২৫ কোটি ডলারের ক্ষতি হয়েছে, ভারতীয় মুদ্রায় য়া প্রায় ১৯ হাজার কোটি টাকা।
ওই ক্ষতি পুষিয়ে দিতে লিটারে ডিজেলের দাম ১৩ থেকে ২৪ টাকা পর্যন্ত বাড়ানো প্রয়োজন। পেট্রলের দাম বাড়াতে হবে ১০ থেকে ২২ টাকা পর্যন্ত। কারণ আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দামই ১০০ থেকে ১২০ ডলারে গিয়ে ঠেকেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)