Post Vaccine Symptoms : করোনা ভ্যাকসিন নেওয়ার ২০ দিনের মধ্যে এই সমস্যাগুলি হচ্ছে ? সতর্ক করল কেন্দ্র
কোভিডের টিকা নেওয়ার পর ২০ দিনের মধ্যে যদি নিম্নে উল্লেখিত সমস্যাগুলি আপনি প্রত্যক্ষ করেন, তাহলে চিকিত্সকের পরামর্শ নিন। সতর্ক করল কেন্দ্র।
কোভিডের (Covid-19 pandemic) টিকা নেওয়া হয়ে গিয়েছে ? টিকা নেওয়ার পর কি আপনাকে কোনও সমস্যায় পড়তে হয়েছে ? আপনি একা নন, কোভিডের ভ্যাকসিন (Covid-19 Vaccine) নেওয়ার পর নানারকম শারীরীক উপসর্গের সম্মুখীন হতে হচ্ছে অনেককেই। ২-৩ দিন সমস্যা ভোগ করার পর ধীরে ধীরে নিজে থেকেই কেটে যাচ্ছে সমস্যা। জ্বর-জারি, হালকা গায়ে ব্যথার মতো সমস্যা নিয়ে বড় একটা ভাবিত নন কেউই। কিন্তু কয়েকটি সমস্যা কিন্তু হেলায় উড়িয়ে দেওয়ার নয়। কোভিডের টিকা নেওয়ার পর ২০ দিনের মধ্যে যদি নিম্নে উল্লেখিত সমস্যাগুলি আপনি প্রত্যক্ষ করেন, তাহলে চিকিত্সকের পরামর্শ নিন। সতর্ক করল কেন্দ্র। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (Information and Broadcasting Ministry) তরফে একটি ট্যুইট করে ৫ টি সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে রয়েছে -
- শ্বাসের সমস্যা বা Shortness of breath
- বুকে যন্ত্রণা বা Chest pain
- বমি-বমি ভাব বা পেট-ব্যথা অর্থাত্ Vomiting or persistent abdominal pain
- চোখ ঝাপসা দেখা বা Blurred vision or pain in the eyes
- মাথার যন্ত্রণা বা persistent headache
- শরীরের কোনও একটি অঙ্গ দুর্বল লাগা বা Weakness in any body part
- অঙ্গপ্রত্যঙ্গে ব্যথা অথবা হাত-পা ফুলে যাওয়া Pain in limbs or swelling in arms or feet
মন্ত্রকের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, “ কোভিড ভ্যাকসিন নেওয়ার ২০ দিনের মধ্যে এর মধ্যে কোনও একটি উপসর্গ দেখলেই গুরুত্ব দিন।'' ('' Symptoms that occur within 20 days of administration of any COVID-19 vaccine require immediate attention. Shortness of breath, chest pain, vomiting or persistent abdominal pain, blurred vision, severe or persistent headache. #StaySafe,” )
রবিবার দেশে করোনায় কমেছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯৫ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২৫৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৫ হাজার ১৩৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ৪১৯। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ১৮ হাজার ১৮১। দেশে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৭ লক্ষ ১৫ হাজার ১০৫ জন। একদিনে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৩৮ জন।