Tax Saving FD: শেষ সময়ে কর বাঁচানোর পরিকল্পনা করছেন ? এই ফিক্সড ডিপোজিটগুলি কাজে আসবে
Income Tax: আপনি যদি পোস্ট অফিস থেকে এনপিএস, হোম লোন ও মিউচুয়াল ফান্ডে ট্যাক্স সাশ্রয়ের জন্য অনেকগুলি বিকল্প বেছে নিয়ে থাকেন , তাহলে দেখতে পারেন এই ফিক্সড ডিপোজিট ট্যাক্স সেভিং বিকল্পগুলি।
Income Tax: হাতে আর কিছুদিন বাকি। ২০২৩ অর্থবর্ষে কর বাঁচানোর এটাই শেষ সময়৷ আপনি যদি পোস্ট অফিস থেকে এনপিএস, হোম লোন ও মিউচুয়াল ফান্ডে ট্যাক্স সাশ্রয়ের জন্য অনেকগুলি বিকল্প বেছে নিয়ে থাকেন , তাহলে দেখতে পারেন এই ফিক্সড ডিপোজিট ট্যাক্স সেভিং বিকল্পগুলি। এখানেও ট্যাক্স বাঁচাতে পারবেন আপনি।
Tax Saving FD: অনেক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের উপর কর ছাড়ের সুবিধা দিচ্ছে। আপনি এই FD-তে আরও ট্যাক্স বাঁচাতে পারবেন। পোস্ট অফিসে ট্যাক্স সেভিং এফডি-র সুবিধা দেওয়া হয়, যার মেয়াদ পাঁচ বছর। FD-তে ট্যাক্স সঞ্চয়কারী মিউচুয়াল ফান্ড, ঋণপত্রে বিনিয়োগ, স্বল্প সঞ্চয় প্রকল্পের সমান।
Income Tax: ট্যাক্স সেভিং এফডিতে কত সুদ ?
SBI-এর মতো দেশের বড় ব্যাঙ্কগুলি ট্যাক্স সাশ্রয়ী ফিক্সড ডিপোজিটে 6.50 শতাংশ সুদ দিচ্ছে। এইচডিএফসি ও আইসিআইসিআই ব্যাঙ্ক এই ধরনের বিনিয়োগকারীদের বার্ষিক 7 শতাংশ সুদ দিচ্ছে। একই সময়ে ডিসিবি ব্যাঙ্ক 7.60 শতাংশ ও AU Small Finance Bank 7.20 শতাংশ কর সাশ্রয়ী FD-তে সুদ দিচ্ছে।
Tax Saving FD: কত ট্যাক্স সাশ্রয় হবে ?
আপনি যদি ট্যাক্স সেভিং এফডি-তে বিনিয়োগ করেন ,তাহলে আয়কর আইন 1961-এর ধারা 80C-এর অধীনে ট্যাক্স সংরক্ষণ করতে পারবেন। তবে,এই ক্ষেত্রে কেবল পুরনো কর ব্যবস্থায় যারা রিটার্ন জমা করবেন তাঁরাই কর ছাড়ের সুবিধা পাবেন। নতুন কর ব্যবস্থার অধীনে, তাদের কর ছাড়ের সুবিধা দেওয়া হবে না। পুরনো কর ব্যবস্থার অধীনে 1.5 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যেতে পারে।
Income Tax Return: কর সাশ্রয়ে বিনিয়োগ করার আগে এই বিষয়গুলো জেনে নিন
ব্যক্তিগত ও হিন্দু আনডিভাইডেট ফ্যামিলি (HUF)-এর অধীনে কেবল এই ট্যাক্স সাশ্রয়ী FD-তে বিনিয়োগ করে সুবিধা নিতে পারেন। এই ক্ষেত্রে নাবালকও বাবা-মায়ের সহায়তায় এফডিতে বিনিয়োগ করতে পারেন।
এফডি ট্যাক্স সেভ করার অনেক অপশন আছে। আপনি 1.5 লাখ পর্যন্ত কর ছাড় পেতে পারেন।
5 বছরের মেয়াদি আমানতের ওপরই এই ছাড় পাওয়া যাবে। প্রি-ম্যাচিউর উইথড্রল ও ঋণ নিলে এই কর ছাড়ের সুবিধা পাবেন না।
Investment Tips: দেশের বিভিন্ন শ্রেণির কথা মাথায় রেখে স্বল্প সঞ্চয় বিনিয়োগ প্রকল্প চালায় সরকার। এতে বিনিয়োগ করে সাধারণ মানুষ ভাল রিটার্ন পেতে পারে। এরকম একটি স্কিমের নাম জাতীয় সঞ্চয় শংসাপত্র। আপনি যদি NSC অর্থাৎ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করতে চান, তাহলে আপনি দেশের যেকোনও পোস্ট অফিসে গিয়ে টাকা জমা করতে পারেন।
সম্প্রতি, সরকার এই প্রকল্পের সুদের হার বাড়িয়েছে। 2022 সালের ডিসেম্বর পর্যন্ত এই স্কিমের অধীনে বিনিয়োগকারীদের 6.8 শতাংশ সুদের হার দেওয়া হয়েছিল, যা এখন 7 শতাংশে বেড়েছে। ভাল রিটার্নের পাশাপাশি, এই স্কিমের বিশেষ বিষয় হল, এটি ট্যাক্স সেভিং (ট্যাক্স সেভিং বেনিফিট) সুবিধাও পেতে পারে।
আরও পড়ুন : Aadhaar Update: এবার বিনামূল্যে আপডেট করতে পারবেন আধার, ৩ মাসের জন্য পাবেন সুবিধা