Independence Day 2021: 'লক্ষ্য এমন এক ভারত তৈরি করা যেখানে সরকার নাগরিকদের জীবনে হস্তক্ষেপ করবে না', লালকেল্লায় মোদি
প্রধানমন্ত্রী বলেন, আগামী ২৫ বছর ভারত ও তার নাগরিকদের জন্য 'অমৃত কাল'
নয়াদিল্লি: ভারতের উন্নয়নের 'অমৃত কাল' -এর সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বললেন, উন্নয়নের নতুন পর্যায়ের লক্ষ্য হচ্ছে এমন একটি ভারত তৈরি করা যেখানে সরকার নাগরিকদের জীবনে হস্তক্ষেপ করবে না।
সম্প্রতি, পেগাসাসকাণ্ড নিয়ে তোলপাড় দেশ। মোদি সরকারের বিরুদ্ধে ফোন-হ্যাকিংয়ের অভিযোগ তুলেছে বিরোধীরা। এই নিয়ে সংসদের বাদল অধিবেশেনে তুমুল হই-হট্টগোল হয়েছে। ঘরে-বাইরে এই নিয়ে প্রচণ্ড চাপে রয়েছে মোদি সরকার।
এই প্রেক্ষিতে লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী ২৫ বছর ভারত ও তার নাগরিকদের জন্য 'অমৃত কাল'। মোদি বলেন, অমৃত কালের উদ্দেশ্য হল নাগরিকদের জীবনকে উন্নত করা, গ্রাম ও শহরের মধ্যে উন্নয়ন বিভাজন কমিয়ে আনা, মানুষের জীবনে সরকারি হস্তক্ষেপ কমানো এবং সর্বশেষ প্রযুক্তি গ্রহণ করা যাতে আমরা বিশ্বের কোনও দেশের থেকে পিছিয়ে না থাকি।
যদিও প্রধানমন্ত্রী মোদীর মতে, কঠোর পরিশ্রম এবং সাহসিকতা একসঙ্গে না আসা পর্যন্ত এই ধরনের সংকল্প অসম্পূর্ণ থেকে যাবে। প্রধানমন্ত্রী বলেন, "প্রতিটি দেশের উন্নয়নের যাত্রায় এমন একটি সময় আসে, যখন সে নিজেকে নতুন করে ব্যাখ্যা করে, নতুন সংকল্প নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। আজ ভারতের উন্নয়ন যাত্রায় সেই সময় এসেছে।"
মোদি যোগ করেন, এখন থেকে শুরু করে, পরবর্তী ২৫ বছরের যাত্রা একটি নতুন ভারতের অমৃত কাল। এই অমৃত কালের মধ্যে আমাদের সংকল্পের পরিপূর্ণতা আমাদের স্বাধীনতার ১০০ বছর পর্যন্ত নিয়ে যাবে।
প্রধানমন্ত্রী বলেছেন, আমরা পিএম গতি শক্তি প্ল্যান চালু করতে চলেছি। ১০০ লক্ষ কোটি টাকার জাতীয় পরিকাঠামো মাস্টার প্ল্যান এই পিএম গতি শক্তি প্রকল্প। দেশের সামগ্রিক পরিকাঠামোর ভিত্তি গঠন এবং দেশের অর্থনীতিকে সুসংহত রূপ দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। প্রধানমন্ত্রী বলেছেন, গতি শক্তি স্থানীয় উৎপাদকের আন্তর্জাতিক স্তরে লড়াইয়ের যোগ্য করে তুলতে সাহায্য করবে। সেইসঙ্গে নতুন ভবিষ্যথ আর্থিক অঞ্চলের সম্ভাবনার উন্নয়ন করবে। এই প্রকল্প তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং পরিকাঠামোর সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে।
প্রধানমন্ত্রী বললেন, স্বাধীনতার অমৃত মহোৎসবের ৭৫ সপ্তাহে ৭৫ টি বন্দেভারত ট্রেন দেশের প্রতিটি প্রান্তকে যুক্ত করবে। মোদি বলেছেন, আগামী বছরগুলিতে দেশের ক্ষুদ্র কৃষকদের সম্মিলিত সক্ষমতা বৃদ্ধি করতে হবে। তাঁদের নতুন সুবিধা পৌঁছে দিতে হবে। তাঁরা অবশ্যই দেশের গর্ব হয়ে উঠবেন।