Coronavirus Cases Today: স্বস্তি দিয়ে দেশে কমল করোনায় দৈনিক সংক্রমণ ও মৃত্যু
Coronavirus Cases India Today: গতকাল এই সংখ্যা ছিল ১৩ হাজার ১৬৬ জন। অর্থাৎ, দৈনিক আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় ১২.৬ শতাংশ কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৫৫।
Coronavirus Cases Today in India: দেশে করোনা অতিমারী পরিস্থিতিতে স্বস্তির খবর। মারণ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশই কমছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্য়া আগের দিনের তুলনায় কমেছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের জারি পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে করোনা আক্রান্তর সংখ্যা ১১ হাজার ৪৯৯। গতকাল এই সংখ্যা ছিল ১৩ হাজার ১৬৬ জন। অর্থাৎ, দৈনিক আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় ১২.৬ শতাংশ কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৫৫। গতকাল এই সংখ্যা ছিল ৩০২।
এরইমধ্যে দেশে করোনায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ২১ হাজার ৮৮৮। সেইসঙ্গে করোনায় এখনও পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ১৩ হাজার ৪৮১। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৪ কোটি ২২ লক্ষ ৭০ হাজার ৪৮২ জন।
করোনার বিরুদ্ধে দেশজুড়ে টিকাকরণ অভিযানে এখনও পর্যন্ত প্রায় ১৭৭ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল ২৮ লক্ষ ২৯ হাজার ৫৮২ টিকার ডোজ দেওয়া হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত টিকার ১৭৭ কোটি ১৭ লক্ষ ৬৮ হাজার ৩৭৯ ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, স্বাস্থ্যকর্মী, করোনা-যোদ্ধা ও ৬০ বছরের বেশি বয়সী অন্যান্য অসুস্থতার শিকার লোকজন ১.৯৮ কোটির বেশি প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে। দেশে করোনার বিরুদ্ধে টিকাকরণ অভিযানের সূচনা হয়েছিল ২০২১-এর ১৬ জানুয়ারি। প্রথম দফায় স্বাস্থ্য কর্মীদের টিকা দেওয়া হয়েছিল। সেইসঙ্গে করোনা যোদ্ধাদের জন্য টিকাকরণ অভিযান ওই বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল।
করোনা (Coronavirus) দাপট ক্রমশ নিম্নমুখী পশ্চিমবঙ্গে। তবে বৃহস্পতিবারের (Thursday) তুলনায় শুক্রবার কিছুটা বেড়েছে করোনা সংক্রমণ। যদিও তা সামান্যই। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত রিপোর্ট (Corona Bulletin) অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২৬০ জন। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা বেশি। তবে কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৪ জনের। বৃহস্পতিবার মৃত্যুর সংখ্যা ছিল ৪।