India Corona Update: উদ্বেগ বাড়িয়ে দেশে বাড়ল দৈনিক মৃত্যু, একদিনে আক্রান্ত প্রায় সাড়ে ২৫ হাজার
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৯ জনের।
নয়াদিল্লি: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৯ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪০৪। এর মধ্যে কেরলে একদিন মৃত্যু হয়েছে ৯৯ জনের। ওই রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৫৮।
মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ২১৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ৮৯ হাজার ৫৭৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৬২ হাজার ২০৭। দেশে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৮৪ হাজার ১৫৯ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১২৭ জন।
আরও পড়ুন: Covid third wave: কোভিডের তৃতীয় ঢেউয়ে ক্ষতি কম, পূর্বাভাস বিজ্ঞানীদের
এদিকে কোভ্যাক্সিন নিয়ে বিদেশ সফরে জট কাটার সম্ভাবনা। চলতি সপ্তাহেই ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিনকে স্বীকৃতি দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর এএনআই সূত্রে। ANI সূত্রে আরও খবর, কোভ্যাক্সিনের থার্ড ফেজের ক্লিনিক্যাল ট্রায়ালের নথি জমা দিয়েছে ভারত বায়োটেক। এই নথি পেশ করা হয়েছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে। তাতে ভ্যাকসিনের কার্যকারিতা ৭৭.৮ শতাংশ বলে দাবি করেছে ভারত বায়োটেক।
কয়েক দিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, করোনার প্রতিরোধক হিসেবে কোভ্যাক্সিনের কার্যকারিতা যথেষ্ট বেশি। এরপরই আলোচনা শুরু হয়ে যায়, তাহলে কি অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র মিলছে কোভ্যাক্সিনের? চলতি মাসেই আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা তাঁর।
তার আগেই কোভ্যাক্সিনকে ছাড় দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর অনুমোদন পেলে ভারতীয়দের বিদেশ যাত্রার ক্ষেত্রে সমস্যা মিটবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এদিকে, কোউইনের তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ৭৫ কোটি মানুষের ভ্যাকসিনেশন হয়েছে। যার মধ্যে একটি ডোজ পেয়েছেন ৫৭ কোটি ও দুটি ডোজ পেয়েছেন ১৮ কোটি মানুষ।
আরও পড়ুন: Viral Pneumonia: কলকাতাতেও শিশুদের মধ্যে বাড়ছে ভাইরাল নিউমোনিয়া, আক্রান্ত ২০ শিশু, ৮ জন আইসিইউতে