Kolkata Airport: মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় অনুষ্ঠান বয়কট বিমানবন্দরের কর্মীদের একাংশের
ABP Ananda Live: কলকাতা বিমানবন্দরের শতবর্ষ উৎযাপন অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ বিমানবন্দর কর্মীদের একাংশ। মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আমন্ত্রণ না জানানোয় অনুষ্ঠান বয়কট করেন এয়ারপোর্ট অথরিটিস এমপ্লয়িজ ইউনিয়নের সদস্য়রা। এই অনুষ্ঠানেই উপস্থিত তৃণমূল সাংসদ সৌগত রায়। অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্তের সমালোচনাও করেন তৃণমূল সাংসদ।
কলকাতা বিমানবন্দরের শতবর্ষ উৎযাপনে উপস্থিত ছিলেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু এবং অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী মুরলীধর মহল-সহ বিশিষ্টরা। অথচ সেই অনুষ্ঠানে অনুপস্থিত বিমান বন্দরের কর্মীদেরই একাংশ। সূত্রের খবর, শতবর্ষ অনুষ্ঠানে মুখ্য়মন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় বিক্ষুব্ধ বিমানবন্দরের কর্মীদের একটা অংশ। মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আমন্ত্রণ না জানানোয় অনুষ্ঠান বয়কট করেন এয়ারপোর্ট অথরিটিস এমপ্লয়িজ ইউনিয়নের সদস্য়রা। সংগঠনের সম্পাদক প্রদীপ শিকদার বলেন, "আমলারা আসছেন, কেন্দ্রীয় মন্ত্রীদের ডাকা হয়েছে, কিন্তু মুখ্য়মন্ত্রীকে ডাকা হয়নি। উত্তরপ্রদেশে হলে এটা করা যেত? সৌজন্য়ের জন্য়ও ডাকা যেত না।'' শুধু বয়কট নয়, এরপর আলাদা করে শতবর্ষ অনুষ্ঠান করার কথাও ঘোষণা করেন ইউনিয়নের সম্পাদক। তিনি বলেন, "পরে আলাদা শত বর্ষের পালনের অনুষ্ঠান করব।'' একদিকে যখন মুখ্য়মন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় অনুষ্ঠান বয়কট করল এয়ারপোর্ট অথরিটিস এমপ্লয়িজ ইউনিয়ন, তখন সেই অনুষ্ঠান ম়ঞ্চেই দেখা গেল তৃণমূল সাংসদ সৌগত রায়কে। মঞ্চে বক্তব্য় রাখার সময় তাঁর মুখে শোনা গেল মুখ্য়মন্ত্রীর প্রসঙ্গ। তিনি বলেন, "পরের বার অনুষ্ঠানে মমতাকে আনা গেলে ভাল হবে।''