India Corona Update: তিন হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ, একদিনে মৃত্যু ২৭ জনের
India Corona Update: এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৮৭৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৯ লক্ষ ৯৩ হাজার ৪৯৪। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৩৭৭ জন।
নয়াদিল্লি: দেশের কোভিড-গ্রাফে স্বস্তি। দৈনিক মৃত্যুর সংখ্যা নামল তিরিশের নিচে। তিন হাজারের নিচে নামল দৈনিক আক্রান্তের (Daily Corona Case) সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ১১৬। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৭।
এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৮৭৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৯ লক্ষ ৯৩ হাজার ৪৯৪। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৩৭৭ জন। মোট সুস্থতার সংখ্যায় ৪ কোটি ২৪ লক্ষ ৪১ হাজার ৪৪৯। একদিনে পজিটিভিটি রেট ০.৪৭ শতাংশ।
India reports 2,503 fresh #COVID19 cases & 4,377 recoveries and 27 deaths in the last 24 hours.
— ANI (@ANI) March 14, 2022
Active case: 36,168 (0.08%)
Daily positivity rate: 0.47%
Total recoveries: 4,24,41,449
Death toll: 5,15,877
Total vaccination: 1,79,91,57,486 pic.twitter.com/7iuQySgYIG
রাজ্যে দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় অনেকটাই কমল। করোনায় বাংলায় একজনের মৃত্যু হয়েছে। রবিবার স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত বুলেটিন অনুসারে, একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৬৯। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৭১। রবিবারের কোভিড পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তর মোট সংখ্যা ২০ লক্ষ ১৬ হাজার ৪৩৮। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ৭৯৯। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১১৮। রাজ্যে এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.৮৮ শতাংশ। রাজ্যে করোনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২১ হাজার ১৮৭। রাজ্যে মৃত্যু হার ১.০৫ শতাংশ।
আরও পড়ুন: Viral Video: প্রাণ বাঁচাতে সাপের পিঠে সওয়ার ইঁদুর, ব্যাঙ! ভাইরাল ভিডিও