India Coronavirus : দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, আক্রান্তের সংখ্যা ফের ছাড়াল ৩০ হাজারের গণ্ডি
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা সাড়ে চারশোর কাছাকাছি। দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ছাড়াল ৩০ হাজারের গণ্ডি।
নয়াদিল্লি : দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা সাড়ে চারশোর কাছাকাছি। দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ছাড়াল ৩০ হাজারের গণ্ডি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী,
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৩১ জনের।
- একদিনে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৫৭০।
- দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৯২৮ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ৪৭ হাজার ৩২৫।
- অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ৯২৩।
এখনও দেশজুড়ে প্রাণ কাড়ছে করোনা! কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৪ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ১৭৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৪৯৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ১৬ হাজার ৭৫৫। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৫১ হাজার ৮৭।
পশ্চিমবঙ্গের করোনাগ্রাফ এক নজরে
বুধবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ-মৃত্যু। এদিনের হিসেব অনুযায়ী রাজ্যে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন। এই নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা মোট বেড়ে হল ১৫,৫৮,৮৬০ জন। এই সময় পর্বে করোনা সংক্রমিত হয়ে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৮,৬১৩ জন। পাশাপাশি গত একদিনে রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৫৩ জন। ১৫ সেপ্টেম্বরের হিসেবে এদিন রাজ্যে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮,০৫০ জন। দৈনিক মৃত্যুতে শীর্ষে নদিয়া, সেখানে করোনা আক্রান্ত হহয়ে একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১৪২ জন। ওই ,ময় পর্বে ৪ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় একদিনে আক্রান্ত ১৩০, ২জনের মৃত্যু।