India Coronavirus : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩১১ জনের, রাজ্যে সংক্রমণের শীর্ষে কলকাতা
দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ৩০ লক্ষ ১৪ হাজার ৮৯৮ জন সুস্থ হয়েছেন। একদিনে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৭১৮ জন।
নয়াদিল্লি : দেশে দৈনিক মৃত্যু কমলেও, বাড়ল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১১ জনের।
- একদিনে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৫২৯।
- দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৮ হাজার ৬২ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৩৯ হাজার ৯৮০।
- অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৭৭ হাজার ২০।
- দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ৩০ লক্ষ ১৪ হাজার ৮৯৮ জন সুস্থ হয়েছেন।
- একদিনে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৭১৮ জন।
আরও পড়ুন :শিশুদের উপর নোভাভ্যাক্সের ট্রায়ালে অনুমোদন ডিসিজিআই-এর
রাজ্যের করোনাগ্রাফ
----------------------
রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু। বুধবার সাতশোর কোটায় রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৭৪৮ জন।
-
এ নিয়ে রাজ্যে সবমিলিয়ে মোট করোনা সংক্রমিতের সংখ্যা হল ১৫,৬৮,৩২১ জন।
-
সরকারি হিসেব অনুযায়ী রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৫৮০ জন।
-
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। গতকাল মৃত্য়ু হয়েছিল ১৩ জনের।
-
এ নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮,৭৭৮ জন।
-
রাজ্যে সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে কলকাতা। একদিনে সংক্রমিত হয়েছেন ১৩৯ জন। ৪ জনের মৃত্যু হয়েছে।
-
এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ১২৩ জন হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ জনের।
-
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৭৪০ জন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )