India Corona Updates: দেশে ৭১ দিন পর সর্বনিম্ন করোনা সংক্রমণ, কমল মৃত্যুও
এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে ১০ লক্ষ ২৬ হাজার ১৫৯।
নয়াদিল্লি: দেশে করোনায় দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমল। দেশে দীর্ঘ ৭১ দিনের ব্যবধানে সবথেকে কম দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন। একদিনে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৩০৩।
এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৮০ লক্ষ ৪৩ হাজার ৪৪৬ জন। একদিনে সুস্থতার সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার ৬২। এই মুহূর্তে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার ৯৮৯। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭০ হাজার ৩৮৪ জনের। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে ১০ লক্ষ ২৬ হাজার ১৫৯।
গতকাল দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল চারহাজারের ওপর। আর ৭০ দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা সবথেকে কমেছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৮৪ হাজার ৩৩২ জন। একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৪ হাজার ২। গতকালের পরিসংখ্যানের ভিত্তিতে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ২ কোটি ৯৩ লক্ষ ৫৯ হাজার ১৫৫। মৃত্যু হয়েছিল ৩ লক্ষ ৬৭ হাজার ৮১ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছিল ১০ লক্ষ ৮০ হাজার ৬৯০। আর করোনাকে জয় করে সুস্থ হয়েছিলেন ২ কোটি ৭৯ লক্ষ ১১ হাজার ৩৮৪ জন।
গত মাসখানেক ধরে আক্রান্তর সংখ্যার থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি রয়েছে। রিকভারি রেট বেড়ে হয়েছে ৯৫.০৭ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ৫ শতাংশের কম। এখন এই হার ৪.৯৪ শতাংশ। গত ১৯ দিন ধরে এই হার ১০ শতাংশের নিচে ।
গোটা দেশের মতোই পশ্চিমবঙ্গেও ক্রমশ কমছে করোনা সংক্রমিতের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন বলছে, সাড়ে ৪ হাজারের নীচে নেমে গিয়েছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮১ জনের। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়েছিলেন ৩ হাজার ১৪৯ জন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )