India Coronavirus: প্রায় তলানিতে কোভিড-গ্রাফ, উৎসবের মরসুমে বিধি মানতে হবে কি?
Covid Vaccine: ২ বছর পরে ফের আগের চেহারায় ফিরছে উৎসবের মরসুম। লাগামছাড়া ভিড় নিয়ে চিন্তায় বিশেষজ্ঞদের একাংশ। টিকা বাকি থাকলে দ্রুত তা নিয়ে নিতে বলছেন তাঁরা।
নয়াদিল্লি: দীর্ঘদিন হতে চলেছে দেশের কোভিড গ্রাফ তলানিতেই রয়েছে। প্রতিদিনই নতুন কিছু কোভিড সংক্রমণের হদিশ পাওয়া গেলেও, দ্বিতীয় বা তৃতীয় ঢেউয়ের ছবি, আতঙ্ক এখন প্রায় অতীত। যদিও দেশে সেই অর্থে কোভিড সংক্রমণের ছবি নেই। তবুও একেবারেই যে চিন্তা নেই তা কিন্তু নয়। দেশজুড়ে উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে। নবরাত্রি শুরু হয়েছে, দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজো প্রায় দোরগোড়ায়। এরপরেই দীপাবলি, কালীপুজোও আসছে। ফলে পুজো, উৎসব ঘিরে সারা দেশেই ভিড়় হবে। বিশেষ করে গত ২ বছর ধরে উৎসবের মরসুমে কড়া কোভিড বিধি ছিল। যা এবার প্রায় নেই। ফলে ভিড়ও যে লাগামছাড়া হবে, তা মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা এই ভিড়ের হাত ধরেই না ফের থাবা বসায় কোভিড।
২৮ সেপ্টেম্বর বেরনো কোভিড বুলেটিন অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন মাত্র সাড়ে চিন হাজারের মতো। দেশে অ্যাক্টিভ কোভিড সংক্রমণ নেমেছে পঞ্চাশ হাজারেরও নীচে।
দেশের কোভিড-গ্রাফ:
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬১৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ৪ হাজার ৯৭২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৭২%। এখন ভারতের অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে। বুধবারের বুলেটিন অনুযায়ী সেই সংখ্যা ৪০ হাজার ৯৭৯। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ লক্ষ ২৩ হাজার ২৯৩টি কোভিড পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৩ লক্ষ ৮৭ হাজার ৫৩৩টি কোভিড টিকা দেওয়া হয়েছে।
দেশে পুরোদমে চলেছে কোভিড টিকাকরণের কাজ। ২টি ডোজের পরে শুরু হয়েছে বুস্টার ডোজও। কিন্তু, আগের মতো সেখানে নাকি সাড়া পাওয়া যায়নি। যতজন নেওয়া উচিত, ততটা নাকি বুস্টার ডোজ নেওয়া হচ্ছে না। এই অনীহার কারণেও ফের কোভিড-হানার ভয় পাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। দ্রুত প্রয়োজনীয় টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। পাশাপাশি উৎসবের মরসুমে আনন্দ করার পাশাপাশি কিছুটা হলেও কোভিড বিধি মানার পরামর্শ দিচ্ছেন তাঁরা। খুব ভিড়ে গেলে মাস্ক পরার পরামর্শও দিচ্ছেন তাঁরা।
আরও পড়ুন: উৎসবের মুখে কেন্দ্রীয় কর্মচারীদের মুখে হাসি, কত শতাংশ ডিএ বাড়ছে?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )