India Corona Update: দেশে কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে মৃত্যু ৩১ জনের
India Corona Update: করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬৩৫ জন। মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৪ হাজার ৮৪১। দৈনিক পজিটিভিটি রেট ০.৪১ শতাংশ। দেশে একদিনে মৃত্যু হার ১.২২ শতাংশ।
নয়াদিল্লি: দেশে করোনায় (Corona) দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা কমল বেশ খানিকটা। সেইসঙ্গে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের।
দেশের করোনা আপডেট: গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২২ জন। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৬। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৬। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৪৯০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৪০ হাজার ০৬৮। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬৩৫ জন। মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৪ হাজার ৮৪১। দৈনিক পজিটিভিটি রেট ০.৪১ শতাংশ। দেশে একদিনে মৃত্যু হার ১.২২ শতাংশ।
#COVID19 | India reports 1,675 fresh cases, 1,635 recoveries, and 31 deaths in the last 24 hours.
— ANI (@ANI) May 24, 2022
Total active cases are 14,841. Daily positivity rate 0.41% pic.twitter.com/gQZNy46RWa
ওমিক্রনের দুই ভ্যারিয়েন্টের হদিশ: করোনার প্রথম দুই ঢেউয়ের ভয়াবহতা দেখেছে দেশবাসী। শ্মশানে সারি সারি চি। অক্সিজেনের অভাবে রোগীমৃত্যু। হাসপাতালে ভর্তির জন্য হাহাকার। রাস্তায় অনর্গল অ্যাম্বুল্যান্সের সাইরেন। সবে যখন দেশে করোনা পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে, তখনই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। ওমিক্রনের নতুন দুই ভ্যারিয়েন্ট BA.4 ও BA.5। সম্প্রতি তামিলনাড়ুতে ১৯ বছরের এক তরুণীর শরীরে এই BA.4 ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। তিনি সম্প্রতি কোথাও যাননি বলে দাবি। এর আগে, হায়দরাবাদ বিমানবন্দরে আসা, দক্ষিণ আফ্রিকা ফেরত এক ব্যক্তির শরীরেও বিশেষ প্রজাতির এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। তেলেঙ্গানায়, ৮০ বছরের মহিলার শরীরে, মিলেছে BA.5 ভ্যারিয়েন্টের হদিশ। তিনি ভ্যাকসিনের সবকটি ডোজ নিয়েছিলেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Omicron New Variant: ওমিক্রনের নতুন দুই ভ্যারিয়েন্টের হদিশ দেশে, কী পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা?