Omicron New Variant: ওমিক্রনের নতুন দুই ভ্যারিয়েন্টের হদিশ দেশে, কী পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা?
সবে যখন দেশে করোনা পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে, তখনই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। নতুন দুই ভ্যারিয়েন্ট BA.4 ও BA.5। সম্প্রতি তামিলনাড়ুতে ১৯ বছরের এক তরুণীর শরীরে এই BA.4 ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে।
ঝিলম করঞ্জাই ও সত্যজিৎ বৈদ্য, কলকাতা: ভারতে ওমিক্রনের (Omicron) নতুন দুই ভ্যারিয়েন্টের (Variant) হদিশ। তামিলনাড়ু, হায়দরাবাদ ও তেলেঙ্গানায় হদিশ মিলল নতুন প্রজাতির। দক্ষিণ আফ্রিকায় (South Bengal) ফিফ্থ ওয়েভের অন্যতম কারণ ওমিক্রনের নতুন এই দুই ভ্যারিয়েন্ট।
ওমিক্রনের দুই ভ্যারিয়েন্টের হদিশ: করোনার প্রথম দুই ঢেউয়ের ভয়াবহতা দেখেছে দেশবাসী। শ্মশানে সারি সারি চিতা। অক্সিজেনের অভাবে রোগীমৃত্যু। হাসপাতালে ভর্তির জন্য হাহাকার। রাস্তায় অনর্গল অ্যাম্বুল্যান্সের সাইরেন। সবে যখন দেশে করোনা পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে, তখনই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। ওমিক্রনের নতুন দুই ভ্যারিয়েন্ট BA.4 ও BA.5। সম্প্রতি তামিলনাড়ুতে ১৯ বছরের এক তরুণীর শরীরে এই BA.4 ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। তিনি সম্প্রতি কোথাও যাননি বলে দাবি। এর আগে, হায়দরাবাদ বিমানবন্দরে আসা, দক্ষিণ আফ্রিকা ফেরত এক ব্যক্তির শরীরেও বিশেষ প্রজাতির এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। তেলেঙ্গানায়, ৮০ বছরের মহিলার শরীরে, মিলেছে BA.5 ভ্যারিয়েন্টের হদিশ। তিনি ভ্যাকসিনের সবকটি ডোজ নিয়েছিলেন বলে জানা গিয়েছে।
কী পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা? এবিষয়ে চিকিত্সক অরিন্দম বিশ্বাস বলেন, “পরিস্থিতি অনেকটা আয়ত্তে। ভাইরাস চরিত্র বদল করবে, সেটাই স্বাভাবিক। আমরাও অনেকটা ইমিউনড।’’ মাইক্রোবায়োলজিস্ট অর্পিত সাহার মতে, “এখনও অবধি যা দেখা দিয়েছে, ওমিক্রণের নতুনটাকে নজরে রাখতে হবে। সতর্ক থাকতে হবে। বৈশিষ্ট্য খেয়াল করতে হবে।’’
ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে শঙ্কা: ওমিক্রনের নতুন দুই ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় মারাত্মক আকার নিয়েছে। সে দেশে করোনার ফিফ্থ ওয়েভের অন্যতম কারণ ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট BA.4 ও BA.5। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৫২ কোটি ছাড়িয়ে গেছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২ হাজারের বেশি।