Air Force Day : প্রকাশ্যে বায়ুসেনার নতুন ইউনিফর্ম, বায়ুসেনা দিবসে মহিলা অগ্নিবীর নিয়োগ নিয়ে বড় ঘোষণা
New combat uniform : ভারতীয় বায়ুসেনার আজ ৯০ বছর পূর্তি। এয়ারফোর্স একটি নতুন একটি ইউনিফর্মও শনিবার প্রকাশ্যে আনল।
নয়াদিল্লি : ভারতীয় বায়ুসেনার আজ ৯০ বছর পূর্তি। এই উপলক্ষ্যে শনিবার চণ্ডীগড়ে অনুষ্ঠিত হল একটি তাক লাগানো অনুষ্ঠান। সুখনা লেকের উপর ৮০ টির মতো বিমান প্রদর্শন করে। একাধিক যুদ্ধ বিমান নিয়ে এয়ার শোটি ছিল দুর্ধর্ষ।
এই উপলক্ষ্যে এয়ারফোর্স একটি নতুন একটি ইউনিফর্মও শনিবার প্রকাশ্যে আনল।
— Indian Air Force (@IAF_MCC) October 8, 2022
অগ্নিবীরদের বায়ুসেনার প্রশিক্ষণ
এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী কুচকাওয়াজ দেখেন। বিমান বাহিনীর একটি নতুন অপারেশনাল শাখার কথা ঘোষণা করেন। তিনি বলেন, "এই ঐতিহাসিক মুহূর্তে, আমার ঘোষণা করতে গর্ব অনুভব হচ্ছে যে, কেন্দ্রীয় সরকার আইএএফ-এর অফিসারদের জন্য একটি Weapon System Branch তৈরির অনুমোদন দিয়েছে ৷' বায়ুসেনা প্রধান বলেন, এতে ৩৪০০ কোটি টাকা বাঁচানো যাবে। ডিসেম্বর থেকেই অগ্নিবীরদের বায়ুসেনার প্রশিক্ষণ শুরু হবে বলে ঘোষণা করা হয়। তিনি বলেন, বায়ুসেনার অফিসারদের বায়ুসেনার সব রকমের অত্যাধুনিক অস্ত্রের প্রশিক্ষণও দেওয়া হবে এই নতুন অপারেশনাল শাখায়।
মহিলা অগ্নিবীর নিয়োগ
এয়ার চিফ মার্শাল আরও বলেছেন যে বাহিনী আগামী বছর থেকে মহিলা অগ্নিবীর নিয়োগ করার পরিকল্পনা করছে। তিনি বলেন, "পরিকাঠামো তৈরির কাজ চলছে ।" এই বছর আইএএফ দিবসের লক্ষ্য হল আত্মনির্ভরতা বা স্বদেশীকরণ।
— Indian Air Force (@IAF_MCC) October 8, 2022
যুদ্ধ বিমান প্রদর্শন
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছিলেন শনিবারে অনুষ্ঠানের প্রধান অতিথি, এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ সকাল এবং বিকেলে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। চণ্ডীগড় বিমান ঘাঁটিতে সকাল ৯ টায় আইএএফ প্রধানের বক্তৃতা শুরু হয়। নতুন যুদ্ধ পোশাকের উন্মোচন নিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। সুখনা লেকের উপর দিয়ে একের পর এক যুদ্ধ বিমান প্রদর্শন হয়।
বায়ুসেনার নতুন পোশাক
নতুন সাজে বায়ুসেনাকে দেখা যাবে আগামী দিনে। এই পোশাকগুলি এমন যে, আরও বেশি সুরক্ষাবলয়ের মধ্যে রাখবে সেনাদের। সেই সঙ্গে বায়ুসেনার ইউনিফর্ম শত্রুপক্ষের মোকাবিলায় আরও পোক্ত হবে। এই ইউনিফর্ম আগের পোশাকের থেকে অনেক বেশি হাল্কা এবং দীর্ঘক্ষণ পরে থাকার উপযুক্ত বলে জানা গিয়েছে।