Pulwama Encounter: ফের অশান্ত পুলওয়ামা, এনকাউন্টারে খতম ২ জঙ্গি
দাচিগাম জঙ্গলের নামিবিয়ান ও মারসার এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পান গোয়েন্দারা।
শ্রীনগর: জোর কদমে সন্ত্রাস দমন শুরু হয়েছে জম্মু-কাশ্মীরে। উপত্যকায় আরও একবার বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার রাতে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে অশান্ত হয়েছিল পুলওয়ামা। এরপর নিরাপত্তারক্ষীদের সঙ্গে এনকাউন্টারে খতম হয়েছে দুই জঙ্গি, এমনটাই খবর ।
শনিবার সকালেই কাশ্মীর পুলিশের তরফে এই খবর টুইট করে জানান হয়েছে। পুলিশ সূত্রে খবর, পুলওয়ামার দাচিগাম জঙ্গলে জঙ্গিদের সঙ্গে লড়াই বাঁধে সেনার। সংঘর্ষে দুই সন্ত্রাসবাদী নিহত হয়েছে। লুকিয়ে থাকা বাকি সন্ত্রাসবাদীদের খোঁজে ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে। জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি।
দাচিগাম জঙ্গলের নামিবিয়ান ও মারসার এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পান গোয়েন্দারা। সেই খবর সেনা ও পুলিশকে জানান হয়। এরপর পরিকল্পনা মতো ভোর রাতেই ঘিরে ফেলা হয় সন্ত্রাসবাদীদের ডেরা। সেনাদের উপস্থিতি টের পেয়ে পালাতে চেষ্টা করে জঙ্গিরা। যদিও সেই চেষ্টা ব্যর্থ হয় তাঁদের।
এরপ দুই পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। সেনা সূত্রে দাবি, ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।
গত জুন মাসেই কাশ্মীরে লস্করের আরও এক কমান্ডার নাদিম আবরার-সহ দুই জঙ্গিকে নিকেশ করে সেনাবাহিনী। সম্প্রতি কুলগামের মুনান্দ এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়।চলতি মাসে এই নিয়ে ৬ দিন সেনা-জঙ্গি এনকাউন্টার হয়েছে।