Jawaharlal Nehru Death Anniversary: ৫৮তম মৃত্যুবার্ষিকীতে নেহরুকে শ্রদ্ধার্ঘ, টুইট মোদির, শান্তিবনে সনিয়া
Jawaharlal Nehru Tributes: ১৯৬৪ সালের ২৭ মে প্রয়াত হন নেহরু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর শেষযাত্রায় কমপক্ষে ১৫ লক্ষ মানুষ শামিল হয়েছিলেন।
নয়াদিল্লি: মৃত্যুদিবসে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে (Jawaharlal Nehru Death Anniversary) শ্রদ্ধার্ঘ। শ্রদ্ধার্ঘ অর্পণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। শ্রদ্ধা নিবেদন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গাঁধীর (Sonia Gandhi)। শুক্রবার ৫৮তম মৃত্যুবার্ষিকী নেহরুর। সেই উপলক্ষে দিল্লির শান্তিবন স্মৃতিসৌধে জমায়েত করেন কংগ্রেস (Congress) নেতা-কর্মীরা।
নেহরুকে শ্রদ্ধার্ঘ মোদির
Tributes to Pandit Jawaharlal Nehru Ji on his death anniversary.
— Narendra Modi (@narendramodi) May 27, 2022
১৯৬৪ সালের ২৭ মে প্রয়াত হন নেহরু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর শেষযাত্রায় কমপক্ষে ১৫ লক্ষ মানুষ শামিল হয়েছিলেন। এ দিন টুইটারে তাঁকে শ্রদ্ধা জানান মোদি। তিনি লেখেন, 'মৃত্যুবার্ষিকীতে পণ্ডিত জওহরলাল নেহরুজিকে শ্রদ্ধার্ঘ'। কংগ্রেসের টুইটার হ্যান্ডল থেকেও নেহরুকে শ্রদ্ধা জানানো হয়। লেখা হয়, 'বীর স্বাধীনতা সংগ্রামী, আধুনিক ভারতের স্রষ্টা, দেশনায়ক, দেশপ্রেমী, পণ্ডিত জওহরলাল নেহরু ভারত মাতার সন্তান ছিলেন। তাঁকে কোটি কোটি সেলাম। মৃত্যুবার্ষিকীতে দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধার্ঘ'।
A brave freedom fighter,
— Congress (@INCIndia) May 27, 2022
the architect of modern India,
a statesman, a visionary, a patriot,
Pt. Jawaharlal Nehru was a true son of Bharat Mata.
A billion salutes & billion tributes to our first Prime Minister, on his death anniversary. pic.twitter.com/zI9NcZHUee
আরও পড়ুন: Geetanjali Shree: আন্তর্জাতিক বুকার জিতলেন গীতাঞ্জলি, সাড়া ফেললেন হিন্দি উপন্যাসেই
এ দিন শান্তিবনে কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন সনিয়াও। সেখানে পুষ্প নিবেদন করে নেহরুকে শ্রদ্ধা জানান তিনি। গাঁধী পরিবারের সদস্য তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী টুইটারে লেখেন, 'ওঁর মৃত্যুর পর ৫৮ বছর কেটে গিয়েছে। পণ্ডিত জওহরলাল নেহরুর আদর্শ, রাজনীতি, এবং দূরদর্শিতা আজকের দিনেও সবচেয়ে বেশি প্রযোজ্য। ভারতের অমর সন্তানের মূল্যবোধ আমাদের প্রতিটি পদক্ষেপকে পথ দেখাক, জাগ্রত করুক বিবেকবোধ'।
58 years since his passing, Pandit Jawaharlal Nehru's ideas, politics, and vision for our Nation are as relevant as they have ever been.
— Rahul Gandhi (@RahulGandhi) May 27, 2022
May the values of this immortal son of India 🇮🇳 always guide our actions & conscience. pic.twitter.com/dtckbJEltZ
নেহরু স্মরণে রাহুল
ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নেহরুর। সেই সময় ইংরেজ শাসকদের বিরুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করা নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। তার জন্য কারাবাসও হয়। স্বাধীনতার পর ১৯৪৭ থেকে ১৯৬৪ সাল, মৃত্যুর আগে পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। আধুনিক ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন তাঁর হাতেই।