Lakhimpur Kheri : লখিমপুর খেরির ঘটনায় বিজেপি নেতা সহ গ্রেফতার আরও চার
অভিযুক্ত সুমিত জয়সওয়াল, শিশুপাল, নন্দন সিংহ বিস্ত ও সত্যপ্রকাশ ত্রিপাঠি-কে গ্রেফতার করেছে লখিমপুর খেরি পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের SWAT টিম...
লখিমপুর খেরি(উত্তরপ্রদেশ) : উত্তরপ্রদেশে লখিমপুর খেরির ঘটনায় গ্রেফতার আরও চার। গতকালের এই ধৃতদের মধ্যে রয়েছেন এক বিজেপি নেতা। তাঁকে SUV গাড়িতে দেখা গিয়েছিল।
সিনিয়র পুলিশ অফিসার প্রশান্ত কুমার এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযুক্ত সুমিত জয়সওয়াল, শিশুপাল, নন্দন সিংহ বিস্ত ও সত্যপ্রকাশ ত্রিপাঠি-কে গ্রেফতার করেছে লখিমপুর খেরি পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের SWAT টিম। সত্যপ্রকাশ ত্রিপাঠির কাছ থেকে লাইসেন্সড রিভলভার ও তিনটি বুলেট উদ্ধার হয়েছে।
গত ৩ অক্টোবর চার কৃষক, বিজেপি কর্মী ও এক সাংবাদিক সহ আটজন উত্তরপ্রদেশের লখিমপুর খেরির হিংসার ঘটনায় নিহত হয়েছিলেন। প্রতিবাদকারী কৃষকদের পিষে দেওয়া হয় বলে অভিযোগ। একটি ভাইরাল ভিডিওয় দেখা যায়, স্থানীয় বিজেপি নেতা সুমিত জয়সওয়াল কনভয়ের একটি SUV গাড়ি থেকে পালাচ্ছেন। এর আগে তিনি অজ্ঞাতপরিচয় কৃষকদের বিরুদ্ধে খুনের অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন। সুমিতের দাবি ছিল, তাঁর গাড়ির চালক, বন্ধু ও দুই বিজেপি নেতাকে পিটিয়ে খুন করা হয়েছে। তাঁদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হচ্ছিল, তাই তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনাক্রমে কৃষকদের আঘাত করে। ভাইরাল ভিডিওয় দেখা যায়, সুমিত জয়সওয়াল SUV গাড়ি থেকে পালাচ্ছেন।
আরও পড়ুন ; "এই দেশে ক্ষমতায় থাকা বিজেপি নেতা ও তাঁদের ধনকুবের বন্ধুরাই একমাত্র নিরাপদ"
কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার পর এই ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের নাম। যদিও ঘটনার পর তাঁকে পাওয়া না যেতে জারি হয়েছিল নোটিস। সুপ্রিম কোর্টের কড়া ভর্ত্সনার পর লখিমপুরকাণ্ডের ৬ দিন পর, অবশেষে গ্রেফতার হন আশিস মিশ্র। ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। মন্ত্রী-পুত্রকে জিজ্ঞাসাবাদ করেন খোদ DIG। এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে সরানোর দাবি করেছে কংগ্রেস।