(Source: ECI/ABP News/ABP Majha)
Women Marriage Age: মেয়েদের বিয়ের বয়স বৃদ্ধির বিল খতিয়ে দেখবে ৩১ সদস্যের সংসদীয় কমিটি, মহিলা মাত্র একজন!
এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলেও একই ধরনের মতামত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই কমিটিতে আরও বেশি মহিলা সদস্য থাকা উচিত ছিল। কারণ, এই কমিটি মহিলা সংক্রান্ত বিষয় বিবেচনা করে দেখবে।
নয়াদিল্লি: মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার প্রস্তাব দিয়ে সংসদে বিল পেশ করেছে সরকার। সেই বিল খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে ৩১ সদস্যের সংসদীয় কমিটিকে। আর এই কমিটির একমাত্র মহিলা সদস্য তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব।
বাল্য বিবাহ নিষিদ্ধকরণ (সংশোধনী) বিল লোকসভার গত শীতকালীন অধিবেশনে পেশ করা হয়েছিল। পরে তা শিক্ষা, মহিলা, শিশু, তরুণ ও ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়।
বিজেপি নেতা বিনয় সহস্রবুদ্ধি এই কমিটির প্রধান। রাজ্যসভার ওয়েবসাইটে প্রাপ্ত এই কমিটির সদস্য তালিকা অনুযায়ী, ৩১ সদস্যের কমিটিতে একমাত্র মহিলা সদস্য সুস্মিতা দেব। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এ ব্যাপারে সুস্মিতা দেব বলেছেন, এই প্যানেলে আরও মহিলা সদস্য থাকলে ভালো হত। তিনি বলেছেন, আমি এই সংসদীয় কমিটির একমাত্র মহিলা সদস্য। কিন্তু সংশ্লিষ্ট সব মহলের কণ্ঠস্বর যাতে কমিটির চেয়ারম্যান শোনেন, তা নিশ্চিত করতে তিনি সর্বতোভাবে প্রচেষ্টা চালাবেন।
তৃণমূলের রাজ্যসভা সাংসদ বলেছেন, কমিটিতে আরও মহিলা সাংসদ থাকলে ভালো হত বলে মনে করি। কিন্তু আমাকে অবশ্যই বলতে হবে যে, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছেন এবং ওই কমিটিতে একজন মহিলাকে পাঠিয়েছেন। আমি সবার মতামত শুনতে প্রস্তুত।
এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলেও একই ধরনের মতামত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই কমিটিতে আরও বেশি মহিলা সদস্য থাকা উচিত ছিল। কারণ, এই কমিটি মহিলা সংক্রান্ত বিষয় বিবেচনা করে দেখবে। একইসঙ্গে তিনি বলেছেন, এক্ষেত্রে কমিটির চেয়ারম্যানের অন্যান্যদের এই প্যানেলে মতামত দিতে আমন্ত্রণ জানানোর ক্ষমতা রয়েছে। তাই আরও বিস্তারিত ও সর্বাঙ্গীন আলোচনার জন্য তিনি অন্যান্য মহিলা সাংসদদের আমন্ত্রণ জানাতে পারেন।
বর্তমানে পুরুষদের বিয়ের ন্যূনতম বয়স ২১। মেয়েদের ক্ষেত্রে এই বয়য় ১৮। সংসদে পেশ করা বিলে মেয়েদের বিয়ের আইনি বয়স বাড়িয়ে ২১ করার প্রস্তাব দেওয়া হয়েছে। নীতি আয়োগে জয়া জেটলির নেতৃত্বাধীন টাক্সফোর্স মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স বৃদ্ধির প্রস্তাব করেছে। এই টাক্স ফোর্সের সদস্য ভিকে পলও।