Madhya Pradesh Bus Accident: নদীতে পড়ল যাত্রীবোঝাই বাস, মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে
Bus Accident: মধ্যপ্রদেশের প্রশাসন সূত্রের খবর, ওই ঘটনায় সোমবার বিকেল পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী ১৩ জন মারা গিয়েছেন। জখম বহু।
নয়াদিল্লি: মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। ইন্দোর (Indore) থেকে মহারাষ্ট্রের পুনে (Pune) যাওয়ার পথে সেতু থেকে নর্মদা নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। সোমবার, সকালে এই দুর্ঘটনা ঘটে। মধ্যপ্রদেশের প্রশাসন সূত্রের খবর, ওই ঘটনায় সোমবার বিকেল পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী ১৩ জন মারা গিয়েছেন। জখম বহু। সম্পূর্ণ চুরমার হয়ে গিয়েছে বাসটি।
কীভাবে দুর্ঘটনা:
বাসটি মহারাষ্ট্র রোডওয়েজের (Maharashtra Roadways)। সেটি মধ্যপ্রদেশের ইন্দোর থেকে মহারাষ্ট্রের পুনে যাচ্ছিল। সেই সময়, মধ্যপ্রদেশের ধর জেলায় খালঘাট সঞ্জয় সেতু (Khalghat Sanjay Setu) থেকে নীচে নর্মদা নদীতে (Narmada River) পড়ে যায় বাসটি। সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল উদ্ধারকাজ। আগরা-মুম্বই হাইওয়ের উপর দুর্ঘটনাটি ঘটেছে। এই রাস্তাটি ইন্দোর থেকে মহারাষ্ট্রে যায়। দুর্ঘটনাস্থল ইন্দোর থেকে ৮০ কিলোমিটার দূরে।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ-সহ একাধিক ব্যক্তিত্ব এই মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর বার্তা:
মধ্যপ্রদেশের এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মৃতদের আত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়েছে টুইট করেছেন তিনি। উদ্ধারের জন্য এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য স্থানীয় প্রশাসন সবরকম সহযোগিতা করছেন বলে জানিয়েছেন তিনি।
The bus tragedy in Dhar, Madhya Pradesh is saddening. My thoughts are with those who have lost their loved ones. Rescue work is underway and local authorities are providing all possible assistance to those affected: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 18, 2022
মধ্যপ্রদেশের ওই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।
Shocked and grieved to know of the tragic road accident in MP today with a Pune-bound bus drowned in the Narmada river and several killed. Condolences to relatives, solidarity to all.
— Mamata Banerjee (@MamataOfficial) July 18, 2022