গোটা দেশেই তীব্র গরমের থাবা, কোথায় কোথায় ৪০ ছাড়াল তাপমাত্রা ?
মধ্য মহারাষ্ট্রের জেউর তাপমাত্রা পৌঁছেছিল ৪৩ ডিগ্রিতে। যা দেশের মধ্যে ছিল সর্বোচ্চ। আর সোলাপুরে ৪০.২ এবং মালেগাঁও-তে ছিল ৪১.৬ ডিগ্রি।
নয়াদিল্লি: মঙ্গলবার দেশের অন্যান্য রাজ্যের তুলনায় কিছুটা বেশি ছিল পশ্চিম রাজস্থান ও গুজরাট অঞ্চলের তাপমাত্রা। আবহাওয়া দফতরের তরফে সন্ধ্যায় এই বিষয়ে টুইট করে জানানো হয়, মঙ্গলবার পশ্চিম রাজস্থান ও গুজরাট অঞ্চলের বেশ কিছু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে।
তাদের তরফে আরও জানানো হয়, উত্তরপ্রদেশের নির্জন এলাকাগুলিতে, পশ্চিম মধ্যপ্রদেশে, সৌরাষ্ট্র ও কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, রায়ালসীমা, তামিলনাড়, পুদুচেরি ও কারাইকাল এবং কেরল ও মাহে-এর বেশ কিছু জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি ছিল। ফলে গরমে কষ্ট পেয়েছে রাস্তায় বেরোনো সাধারণ মানুষ।
Today, maximum temperatures are in the range of 40-42°C over many parts of West Rajasthan & Gujarat Region; in isolated pockets over Uttar Pradesh, West Madhya Pradesh, Saurashtra & Kutch, Madhya Maharashtra, Rayalaseema, Tamil Nadu, Puducherry & Karaikal and Kerala & Mahe. 1/2 pic.twitter.com/6i8C3UdAHO
— India Meteorological Department (@Indiametdept) April 9, 2024
আবহাওয়া দফতরের প্রকাশিত টুইট থেকে জানা গেছে, গুজরাটের রাজকোটে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.১ ডিগ্রি, ভুজে ৪১.৪, সুরেন্দ্রনগরে ৪১.৩, গান্ধীনগরে ৪০.৫, আমেদাবাদে ৪০.৮ ও বারোদায় ৪০.৪ ডিগ্রি।
পশ্চিম মধ্যপ্রদেশের রতলামে মঙ্গলবার ছিল ৪১ ডিগ্রি তাপমাত্রা আর শিবপুরীতে ছিল ৪০ ডিগ্রি। পশ্চিম রাজস্থানে সবচেয়ে বেশি গরম পড়েছিল ফালোদিতে (৪১.৪)। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ৪০.৬, বারাণসীতে ৪০.১ ও ঝাঁসিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি।
আরও পড়ুন: Arvind Kejriwal Arrest: কেজরিওয়ালের আবেদন খারিজ, আপাতত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে
মধ্য মহারাষ্ট্রের জেউর তাপমাত্রা পৌঁছেছিল ৪৩ ডিগ্রিতে। যা দেশের মধ্যে ছিল সর্বোচ্চ। আর সোলাপুরে ৪০.২ এবং মালেগাঁও-তে ছিল ৪১.৬ ডিগ্রি।
রায়ালসীমা এলাকার নন্দীয়ালে তাপমাত্রা ছিল ৪০.২ আর অনন্তপুরে ছিল ৪০.৩। তামিলনাড়ুর মধ্যে শুধু তিরুপাত্তুরে তাপমাত্রা পৌঁছেছিল ৪১.৬ ডিগ্রিতে। অন্যদিকে কেরলের পালাক্কাদে তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি। দেশের বিভিন্ন জায়গায় গরমের ফলে প্রচণ্ড অস্বস্তিতে পড়তে হয়েছে মানুষকে। অনেকে অসুস্থও হয়ে পড়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।