Tandoori Roti Viral: বিয়েবাড়িতে থুতু দিয়ে রুটি! কী হল অভিযুক্তর
গত ১৯ ফেব্রুয়ারি ট্যুইটারে ভিডিওটি প্রথম ভাইরাল হয়ে যায়। অনেকেই সেটি রিট্যুইট করেন।
মেরঠ: থুতু দিয়ে রুটি! তাও আবার বিয়েবাড়িতে! এ-ও কী সম্ভব?
এরকমই কাণ্ড ঘটেছে উত্তর প্রদেশে। এবং সেই ঘটনার ভিডিও তোলপাড় ফেলেছে নেট দুনিয়ায়। শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। থুতু দিয়ে রুটি বানিয়ে বিতর্ক বাঁধিয়ে শেষ পর্যন্ত পুলিশের জালে পড়তে হল এক যুবককে। ঘটনাটি যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের মেরঠের। জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম নওশাদ। ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। গ্রেফতার হয়েছে অভিযুক্ত যুবক। কেন সে এরকম কণ্ড ঘটাল, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের তদন্তকারী আধিকারিকেরা।
গত ১৯ ফেব্রুয়ারি ট্যুইটারে ভিডিওটি প্রথম ভাইরাল হয়ে যায়। অনেকেই সেটি রিট্যুইট করেন। ভিডিওটিতে দেখা যায়, মেরঠের অ্যারোমা হোটেলে একটি বিয়ের আসরে তন্দুরি রুটি বানানোর দায়িত্ব ছিল ওই যুবকের উপরে। তন্দুরি রুটি বানানোর সময় তা বেলে তাওয়া বা জ্বলন্ত উনুনের গায়ে সেঁটে দেওয়া হয়। রুটি স্যাঁকা হয়ে গেলে তা পরিবেশন করা হয় খাবারের টেবিলে। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, অভিযুক্ত যুবক রুটি বেলার পরে তার উপরে থুতু দিয়ে তবে সেটা তাওয়ার ভিতরে দিচ্ছিল। ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনরা রীতিমতো প্রতিবাদে সামিল হন। তখনই মেরঠ পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, তারা দ্রুত ওই যুবকের বিরুদ্ধে পদক্ষেপ করবে। এমনকী, মেরঠ পুলিশের তরফে ভাইরাল সেই ভিডিওটি ট্যুইটও করা হয়।
ওই যুবককে এমন জঘন্য কাজ করতে দেখে বেজায় চটে যান নেটিজেনরা। এমনিতেই এই কাজ চূড়ান্ত অস্বাস্থ্যকর ও ঘৃণ্য। তার উপরে করোনা পরিস্থিতির কথা মাথায় রাখলে এই অপরাধ অত্যন্ত গর্হিত বলেই মত বিশেষজ্ঞ ও চিকিৎসকদের।
কেউ কেউ আবার এর পিছনে সাম্প্রদায়িক গন্ধও পাচ্ছেন। বলা হচ্ছে, মেরঠের বিয়েবাড়ির ঘটনায় অভিযুক্ত যুবক মুসলমান। সেই কারণেই কি কোনও ইন্ধনে পা দিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন? তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনা ঘিরে প্রবল বিতর্ক শুরু হয়েছে। হিন্দু জাগরণ মঞ্চ ঘটনাটির তীব্র প্রতিবাদ করেছে। ওই ম্যারেজ হলে পর্যাপ্ত সিসিটিভি বসানোর দাবি তুলেছে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা।