Mumbai Dust Storm: ধুলোঝড়ে ভেঙেছিল বিলবোর্ড, মুম্বইয়ের ঘটনার 'মূল পাণ্ডা' গ্রেফতার রাজস্থানে
Billboard Collapsed: মুম্বইয়ের ঘাটকোপারে হয়েছিল ধুলোঝড়। তার জেরে ভেঙে পড়েছিল সুবিশাল বিলবোর্ড। যে সংস্থা এই বিলবোর্ড তৈরি করেছিল তার ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন উদয়পুর থেকে। উঠছে একাধিক অভিযোগ।
Mumbai Dust Storm: কয়েকদিন আগেই ধুলোঝড়ে বিধ্বস্ত হয়েছে বাণিজ্যনগরী মুম্বইয়ের ঘাটকোপার এলাকা। সুবিশাল এক বিলবোর্ড ভেঙে পড়েছিল পেট্রোল পাম্পের মধ্যে। সেই সময় পেট্রোল পাম্পে উপস্থিত ছিলেন গ্রাহকরা। তখনই ঘটে দুর্ঘটনা। এই বিলবোর্ড নির্মাণকারী সংস্থার ব্যবসায়ী ভবেশ ভিন্ডেকে গ্রেহতার করেছে পুলিশ। রাজস্থানের উদয়পুর থেকে এই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। কারণ ধুলোঝড়ের সময় তাঁর কোম্পানির নির্মাণ করা বিলবোর্ড ভেঙে মৃত্যু হয়েছে ১৪ জনের। আহত হয়েছেন অন্তত ৭৪ জন। ঘাটকোপারে ধুলোঝড়ের সময় হাওয়ার দাপটে ভেঙে পড়েছিল 120X120 ফুটের ওই সুবিশাল বিলবোর্ড। তার নীচে আটকে পড়ে এবং আঘাতে মৃত্যু হয়েছে সাধারণ মানুষের। ইতিমধ্যেই ভবেশ নামের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
পুলিশ তাদের এফআইআর- এ জানিয়েছে ঘটনার পর থেকেই ফেরার ছিলেন এই ব্যবসায়ী। অবশেষে রাজস্থানের উদয়পুর থেকে তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এটাই প্রথম নয়। এর আগেও একাধিক মামলা রুজু হয়েছে এই ব্যবসায়ীর বিরুদ্ধে। রয়েছে অজস্র অভিযোগ। অন্তত ২০টি মামলা রয়েছে এই ব্যবসায়ীর নামে। এমনকি রয়েছে ধর্ষণের মতো গুরুতর অভিযোগও।
জানা গিয়েছে, ধুলোঝড়ে ঘাটকোপারে ভেঙে যাওয়া ওই বিলবোর্ড আকার-আয়তনে এতটাই বড় যে মিলকা বুক অফ রেকর্ডসে নাম তুলেছিল এই বিলবোর্ড। এদিকে বম্বে মিউনিসিপাল কর্পোরেশন জানিয়েছেন 40x40 ফুটের বেশি আকার-আয়তনের বিলবোর্ড লাগানোর অনুমতি তারা দেয় না। তারপরেও কীভাবে এত বড় বিলবোর্ডের ঠাঁই হল ঘাটকোপারের ওই পেট্রোল পাম্পের কাছে, তা নিয়েই এখন উঠছে হাজার প্রশ্ন। এই গোটা ঘটনা খতিয়ে দেখে ভালভাবে তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে ঘোষণা করেছেন ঘাটকোপারের ঘটনায় যাঁরা আহত হয়েছেন তাঁদের চিকিৎসার খরচ বহন করবে সরকার। আর যাঁদের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে তাঁদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
ঘাটকোপারে ধুলোঝড়ের সময় বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনা এবং তারপরে ব্যবসায়ীর গ্রেফতার, এই গোটা কর্মকাণ্ডে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেতা কীর্তি সোমাইয়ার অভিযোগ, ভবেশ ভিন্ডেকে বিলবোর্ডের জন্য অনুমতি দেওয়ার সময় কোনও পদ্ধতিই অনুসরণ করা হয়নি। তিনি আরও অভিযোগ করেছেন, শিব সেনার নেতা সঞ্জয় রাউতের ভাই সুনীল রাউতের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী। শুধু সেই কারণেই তিনি এই অনুমতি পেয়েছিলেন। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসকে একটি চিঠি লিখে আরও একাধিক অভিযোগ জানিয়েছেন সোমাইয়া এবং ঘটনার তদন্ত করার কথাও বলেছেন।
এদিকে ঘাটকোপারে বিলবোর্ড ভেঙে দুর্ঘটনার পর বিএমসি নির্দেশ দিয়েছে আপাতত মুম্বইতে কোনও নতুন হোর্ডিং লাগানো যাবে না। এই নিয়ম সকলকে মেনে চলতেই হবে। বিজ্ঞাপনের জন্য বোর্ড কোনও সরকারি প্রাঙ্গণে হোক বা বেসরকারি জায়গায়, অনুমতি দেওয়া হবে না এখন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।