India Corona Update: দেশে একলাফে ৪১% বাড়ল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা
Covid: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৭। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭১৫ জনের।
নয়াদিল্লি: বিশ্বব্যাপী ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। ভারতেও (India) ফের বাড়ছে করোনার (Covid) দাপট। সংক্রমণ ৪১ শতাংশ বেড়ে দেশে একদিনে আক্রান্ত পাঁচ হাজারেরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Central Government) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৩৩ জন । গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৭১৪ ।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Corona) মৃত্যু হয়েছে ৭ জনের । গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৭ । এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭১৫ জনের । মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৯০ হাজার ২৮২ । বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ১ হাজার ৯৬১ জনের । মোট আক্রান্তের সংখ্যা ৫৩ কোটি ২৮ লক্ষ ৮২ হাজার ৪০৩ ।
উদ্বেগের করোনা চিত্র: দেশে করোনা গ্রাফ (Covid Graph) ফের ঊর্ধ্বমুখী । পাশাপাশি, সূত্রের খবর, রাজ্যের (West Bengal) ৫ স্বাস্থ্য জেলায় করোনা সংক্রমণের (Covid Infection) হারও বাড়ছে বলে তৃতীয় সেন্টিনাল সার্ভেল্যান্স রিপোর্টে উঠে এসেছে। করোনা (Corona) আক্রান্ত হয়েছেন শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ । সব মিলিয়ে করোনা চিত্র রীতিমতো উদ্বেগের ।
গত ২৮ মে-তে ২ বছর পর, কোভিড-মুক্ত হয়েছিল সিকিম (Sikkim) । দুই রোগী সুস্থ হয়ে ওঠার পর, ঘোষণা করে সিকিমের স্বাস্থ্য দফতর । প্রশাসন সূত্রে খবর, সিকিমে সেই ২৪ ঘণ্টায় ৮৪টি নমুনা সংগ্রহ করা হলেও, পরীক্ষায় করোনা ধরা পড়েনি ।
ব্রিটেনে মাঙ্কি পক্সের প্রকোপ: করোনার পর এবার ব্রিটেনে বাড়ছে মাঙ্কি পক্সের (Monkey Pox) প্রকোপ। ৭১ জনের শরীরে মিলল সংক্রমণ। এই নিয়ে ব্রিটেনে মাঙ্কি পক্সে(Monkey Pox) আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৭৯।
আরও পড়ুন: Mamata Banerjee : কর্মিসভার মাঝে অসুস্থ এক বাচ্চা, বক্তব্য থামিয়ে জলের বোতল নিয়ে ছুটলেন মুখ্যমন্ত্রী