UP Newborn Girl: গঙ্গায় ভাসছিল কাঠের বাক্স, ভেতর থেকে সদ্যোজাত শিশুকন্যাকে উদ্ধার করল মাঝি
উত্তরপ্রদেশ সরকার ওই শিশুটির লালন-পালনের ব্যবস্থা করবে। পাশাপাশি এমন কাজের জন্য, কৃতজ্ঞতা হিসাবে মাঝি সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।
উত্তরপ্রদেশ: গঙ্গায় আকছার বয়ে আসে কত-শত জিনিস, মৃতদেহ ভেসে আসার ঘটনায় মহামারি আবহে নতুন নয়। তবে এই ঘটনা অবাক করেছে সকলকেই। সম্প্রতি গঙ্গায় ভেসে আসছিল একটা কাঠের বাক্স। কে জানত কাঠের এই বাক্সের ভিতরে রয়েছে জীবন্ত একটা প্রাণ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিপুরের দাদরি ঘাটের কাছে।
এ দিন গঙ্গায় একটি কাঠের বাক্স দেখতে পেয়ে সেটি তুলে নেন গুল্লু চাহুধারী নামে স্থানীয় নৌকার এক মাঝি। তবে বাক্স খুলেই তাঁর চক্ষুচড়ক গাছ। বাক্সের মধ্যে রয়েছে এক সদ্যোজাত। কেউ বা কারা এই শিশুকন্যাটিকে বাক্সে ভরে ভাসিয়ে দিয়েছেন গঙ্গায়।
ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। গুল্লু নামে ওই মাঝি জানিয়েছেন, এই বাক্সতে বহু দেবদেবীর ছবি লাগানো ছিল। এমনকী শিশুটির কুষ্ঠিও রাখা ছিল ওই বাক্সতে। গুল্লু মনে করেন, গঙ্গা নদী তাঁকে এই শিশুকন্যাকে উপহার দিয়েছে । তাই তিনি শিশুটিকে বড় করতে চান।
ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। এরপর খবর পাওয়া মাত্রই শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির শারীরিক পরীক্ষা করা হয়েছে। তবে শিশুটি এরপর কার কাছে থাকবে সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশ কোনও মন্তব্য করেনি। পুলিশ সূত্রে খবর, আপাতত তার বাবা-মায়ের খোঁজ চালানো হচ্ছে।
উল্লেখ্য, নৌকার মাঝির প্রশংসা করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, উত্তরপ্রদেশ সরকার ওই শিশুটির লালন-পালনের ব্যবস্থা করবে। পাশাপাশি এমন কাজের জন্য, কৃতজ্ঞতা হিসাবে মাঝি সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।
এর আগেও একাধিক আজবকাণ্ডের সাক্ষী থেকে যোগীরাজ্য। এর আগে উত্তরপ্রদেশের গঙ্গায় একের পর এক মৃতদেহ ভাসতে দেখা গিয়েছে। সারি দিয়ে গঙ্গায় মৃতদেহ ভাসার দেহ আগেই দেখে আঁতকে উঠেছে গোটা ভারত। গঙ্গার চড়ে বিপুল জায়গা জুড়ে শুধু কোভিডে মৃতদের দেহ করব দেওয়ার ছবিও গা শিউরে দিয়েছে। করোনা আবহে ভেসে আসা দেহ নিয়ে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছিল। তবে এবার খোদ সদ্য়োজাত ভেসে আসার ঘটনা কার্যত অবাক করেছে সকলকেই।