One Nation One Ration Card : ৩১ জুলাইয়ের মধ্যে সব রাজ্যকে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু করার নির্দেশ সুপ্রিম কোর্টের
কেন্দ্রীয় সরকারকে অসংগঠিত শ্রমিকদের নাম রেজিস্ট্রেশনের জন্য কেন্দ্রীয় পোর্টাল তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।
নয়াদিল্লি : ৩১ জুলাইয়ের মধ্যে গোটা দেশে চালু করতে হবে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে কেন্দ্রীয় সরকারকেও একাধিক নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। অসংগঠিত শ্রমিকদের নাম রেজিস্ট্রেশনের জন্য কেন্দ্রীয় পোর্টাল তৈরি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ৩১ জুলাইয়ের মধ্যে তা করার কথা বলা হয়েছে।
পাশাপাশি রাজ্য ও কেন্দ্রের উদ্দেশে যৌথ বার্তায় সুপ্রিম কোর্টের নির্দেশ, শ্রমিকদের বিনামূল্যে রেশনের ব্যবস্থা করুক রাজ্য, রেশন পাঠানোর ব্যবস্থা করবে কেন্দ্র। উল্লেখ্য, দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যে এক দেশ এক রেশন কার্ড চালু হলেও বাংলায় এখনও তা হয়নি। বিষয়টি নিয়ে একাধিকবার রাজ্য-কেন্দ্র সংঘাতে জড়িয়েছে। পাশাপাশি কেউ যাতে অভুক্ত না থাকে সেটা নিশ্চিত করার বার্তা দিতে সুপ্রিম কোর্ট রাজ্যগুলিকে জানিয়েছে, প্রয়োজনে অতিমারি শেষ না হওয়া পর্যন্ত কমিউনিটি কিচেন চালান। বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এমআর শাহের ডিভিশন বেঞ্চ যাবতীয় নির্দেশাবলী দেওয়ার সময় কেন্দ্র ও রাজ্য দু-পক্ষকেই বার্তা দিয়েছে, দ্রুত কাজ শুরু করুন, আর ৩১ জুলাইয়ের পর যেন তা আর বাকি না থাকে।
'ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড' প্রকল্পের থাকা সকল কার্ডপ্রাপকরা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের অধীনে দেশের যে কোনও প্রান্ত থেকে রেশনের খাদ্যসামগ্রী পাওয়ার ছাড়পত্র পান। অতিমারির মাঝে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার পথে সমস্যা থেকে দু'বেলা দু'মুঠো খাওয়ার সমস্যা বারবার প্রকট হয়ে উঠেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়েই যাতে দেশের যে কোনও প্রান্তে থাকাকালীনই যাতে রেশন পেতে কোনও সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতেই সুপ্রিম কোর্ট দ্রুততার সঙ্গে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু বিষয়টি নিশ্চিত করার কথা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলেছে। পাশাপাশি কেন্দ্রকে পোর্টাল তৈরির সঙ্গে রাজ্যগুলোকে প্রয়োজনমতো রেশন বন্টনের দায়িত্বও দিয়েছে।