PM Modi : উদ্বোধনের পর টিকিট কিনে কানপুর মেট্রোয় সফর প্রধানমন্ত্রীর
Kanpur metro : সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয়মন্ত্রী হরদীপ সিংহ পুরী...
নয়া দিল্লি : কানপুর মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে তিনি টিকিট কিনে নতুন মেট্রোয় সফরও করেন। প্রধানমন্ত্রীকে সেই টিকিট ধরে ছবিতে দেখাও যায়। টিকিট নিয়েই মেট্রোর প্ল্যাটফর্মে প্রবেশ করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয়মন্ত্রী হরদীপ সিংহ পুরী।
প্রধানমন্ত্রীর টিকিট কিনে মেট্রো সফরকে প্রশংসা করে বিজেপি নেতা সম্বিত পাত্র ট্যুইটারে লেখেন, সারল্যের সবথেকে সেরা উদাহরণ। কানপুর মেট্রোয় ভ্রমণ করার জন্য টিকিট কিনেছেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রীর কানপুর মেট্রো (Kanpur Metro Railway) সফরকে কটাক্ষ করে ট্যুইটারে তৃণমূলের তরফে লেখা হয়েছে, 'গঙ্গায় ভাসানো হয়েছে হাজার হাজার করোনা (Corona) আক্রান্তের মৃতদেহ, মেট্রোয় চেপে সেই গঙ্গার দিকে যাচ্ছেন মোদি'।
আরও পড়ুন ; স্বাস্থ্যসূচকে শীর্ষে কেরল, সবচেয়ে খারাপ পরিস্থিতি উত্তরপ্রদেশে, জানাল নীতি আয়োগ
কানপুর মেট্রো রেল প্রকল্পের সম্পূর্ণ ৯ কিলোমিটার দীর্ঘ অংশটি আইআইটি কানপুর থেকে মতি ঝিল পর্যন্ত বিস্তৃত। কানপুর মেট্রো রেল প্রকল্পের পুরো দৈর্ঘ্য ৩২ কিলোমিটার এবং এটি ১১,০০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত হচ্ছে। কানপুর মেট্রো দেশের দ্রুততম নির্মিত মেট্রো প্রকল্প হতে চলেছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২০১৯ সালের ১৫ নভেম্বর কানপুর মেট্রো প্রকল্পের সূচনা করেন এবং দুই বছরেরও কম সময়ের মধ্যে গত ১০ নভেম্বর আইআইটি থেকে মতিঝিল প্রায়োরিটি করিডর পর্যন্ত ৯ কিলোমিটার পথের ট্রায়াল রান অনুষ্ঠিত হয়।
মেট্রো রেল প্রকল্পের পাশাপাশি প্রধানমন্ত্রী Bina-Panki মাল্টিপ্রোডাক্ট পাইপলাইন প্রকল্পেরও উদ্বোধন করেন। পিএমও অনুযায়ী, ৩৫৬ কিলোমিটার দীর্ঘ Bina-Panki মাল্টিপ্রোডাক্ট পাইপলাইন প্রকল্পের বার্ষিক প্রায় ৩.৪৫ মিলিয়ন মেট্রিক টন ধারণক্ষমতা রয়েছে।
আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে এই মুহূর্তে উত্তেজনার পারদ তুঙ্গে উত্তরপ্রদেশে। লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা উত্তরপ্রদেশের, তাই ২০২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে, সেখানে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি।