Modi in Germany: জার্মানি থেকেও কংগ্রেসকে আক্রমণ মোদির, কটাক্ষ রাজীব গাঁধীকে
Modi attacks Rajiv: ১৯৮৫ সালে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব ওড়িশার কালাহান্ডিতে এই মন্তব্য করেছিলেন। দু
বার্লিন: ভোটের ময়দান থেকে সংসদ ভবন, তাঁর ঝাঁঝাল আক্রমণ থেকে কোথাও নিস্তার পায় না কংগ্রেস (Congress)। এ বার সুদূর জার্মানি (PM Modi in Germany) থেকেও গ্র্যান্ড ওল্ড পার্টি-তে তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। প্রায় চার দশক আগের একটি মন্তব্যকে হাতিয়ার করে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গাঁধীকে (Rajiv Gandhi) আক্রমণ করে বসলেন তিনি। যদিও সরাসরি রাজীবের নাম মুখে আনেননি তিনি।
বার্লিন থেকে রাজীব তথা কংগ্রেসকে নিশানা মোদির
এই মুহূর্তে জার্মানি সফরে রয়েছেন মোদি। সোমবার বার্লিনে প্রবাসী ভারতীয়দের নিয়ে একটি অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি। সেখানেই প্রায় চার দশক আগে রাজীবের একটি মন্তব্যের উল্লেখ উঠে আসে তাঁর বক্তৃতায়। মোদি বলেন, “এখন আর কোনও প্রধানমন্ত্রী বলতে পারবেন না যে, তিনি ১ টাকা পাঠালে ১৫ পয়সাই সাধারণ মানুষের কাছে পৌঁছয়। আমি জানতে চাই, বাকি ৮৫ পয়সা কার হাতের তালুতে মিশে যেত!”
Delighted to interact with the Indian community in Berlin. https://t.co/alspwulUS4
— Narendra Modi (@narendramodi) May 2, 2022
আরও পড়ুন: Abortion Rights: কেড়ে নেওয়া হবে গর্ভপাতের অধিকার! ফাঁস হয়ে যাওয়া খসড়া ঘিরে উত্তাল আমেরিকা
উল্লেখ্য, ১৯৮৫ সালে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব ওড়িশার কালাহান্ডিতে এই মন্তব্য করেছিলেন। দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “সরকার ১ টাকা খরচ করলেও, মানুষের কাছে পৌঁছয় মাত্র ১৫ পয়সাই। দুর্নীতি দেশের ঘাড়ে চেপে বসে রয়েছে। দিল্লিতে বসে থেকে তৃণমূল স্তর থেকে এইউ দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়।” রাজীবের এই মন্তব্যকে হাতিয়ার করেই নতুন করে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মোদি।
আগেও একাধিক বার আক্রমণ শানিয়েছেন মোদি
এর আগেও একাধিক বার রাজীবের এই মন্তব্য ঘুরেফিরে জায়গা করে নিয়েছে মোদির ভাষণে। অতিমারির সময় একটি অনুষ্ঠানে তাকে বলতে শোনা যায়, “আগে কেউ কেউ বলতেন, কেন্দ্রীয় সরকার ১ টাকা পাঠালে, মানুষের কাছে ১৫ পয়সাই পৌঁছয়। আজ ১০০ শতাংশ টাকাই মানুষের অ্যাকাউন্টে জমা হয়।” তারও আগে, ২০১৭ সালে কর্নাটকে, ২০১৯ সালে কালাহান্ডিতে নির্বাচনী প্রচারের রাজীবের মন্তব্য তুলে ধরে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন তিনি।