(Source: ECI/ABP News/ABP Majha)
Prashant Kishor: ১০ লক্ষ কর্মসংস্থান, সুরা নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রত্যাবর্তনে নীতীশকে শর্ত প্রশান্ত কিশোরের!
Lok Sabha Election 2024: একসময় নীতীশের সঙ্গে দহরম মহরম ছিল প্রশান্তর। সংযুক্ত জনতা দলে নীতীশের পর দু’নম্বর ব্যক্তিও ছিলেন তিনি।
নয়াদিল্লি: পরবর্তী লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্যে সিলমোহর দিতে সক্রিয় হয়েছেন তিনি। সেই লক্ষ্যে এককালের সহযোগী, ভোটকুশলী প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) পাশে পেতে আগ্রহী নীতীশ কুমার (Nitish Kumar)। সেই নিয়ে দু’জনের মধ্যে সাক্ষাৎও হয়েছে ইতিমধ্যে। কিন্তু জোটে ফিরতে নীতীশকে প্রশান্ত বেশ কিছু শর্ত ধরিয়েছেন বলে খবর, যার মধ্যে উল্লেখযোগ্য হল, বিহারে সুরা নিষেধাজ্ঞা প্রত্যাহার (Alcohol Prohibition) এবং এক বছরে ১০ লক্ষ কর্মসংস্থান (Employment)।
নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাৎ প্রশান্ত কিশোরের
একসময় নীতীশের সঙ্গে দহরম মহরম ছিল প্রশান্তর। সংযুক্ত জনতা দলে নীতীশের পর দু’নম্বর ব্যক্তিও ছিলেন তিনি। কিন্তু নীতীশ বিজেপি-র হাত ধরায় মনোমালিন্যের সূত্রপাত। তার পর মুখ দেখাদেখি কার্যত বন্ধ ছিল। কিন্তু সম্প্রতি ফের বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন নীতীশ। ফিরে এসেছেন রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেসের ‘মহাজোট’-এ। তাতে প্রশান্তও সুর নরম করছেন বলে জানা গিয়েছে।
এমনকি সম্প্রতি নীতীশের সঙ্গে তিনি সাক্ষাৎও করেন বলে মেনে নিয়েছেন প্রশান্ত। তিনি জানিয়েছেন, পবন বর্মার উদ্যোগে নীতীশ এবং তাঁর মধ্যে সাক্ষাৎ হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বৈঠক করেন। তবে এ নিয়ে গোপনীয়তা বজায় রাখার কোনও প্রশ্ন নেই বলে জানিয়ছেন প্রশান্ত। বরং পবন তাঁর এবং নীতীশের খুব কাছের বলে জানিয়েছেন।
तेरी सहायता से जय तो मैं अनायास पा जाऊंगा,⁰आनेवाली मानवता को, लेकिन, क्या मुख दिखलाऊंगा?
— Prashant Kishor (@PrashantKishor) September 15, 2022
…दिनकर
আরও পড়ুন: Nitish Kumar: পিছিয়ে পড়া রাজ্যগুলিকে বিশেষ মর্যাদা, ২০২৪ নিয়ে বড় ঘোষণা নীতীশের
তবে বিহারে নীতীশের জোটে তিনি ফিরবেন কি না, লোকসভা নির্বাচনে বিরোধী জোটে পরামর্শদাতার কাজ করবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন প্রশান্ত। তবে কয়েকটি বিষয় পরিষ্কার করে দিয়েছেন তিনি। বিহারে নীতীশের মদ্যপান নিষিদ্ধ করা সিদ্ধান্ত যে একেবারেই ভুল, তা নিয়ে কোনও রাখঢাক করেননি। প্রশান্ত বলেন, "মদ্যপান নিষিদ্ধ করার সিদ্ধান্ত একেবারেই ব্যর্থ। যে হারে দুর্নীতি চলছে, তাতে কাগজে কলমেই শুধু নিষিদ্ধ হয়েছে। যে মহিলাদের জন্য মদ্যপান নিষিদ্ধ করেন নীতীশ, এই সিদ্ধান্তে তাঁরাই সবচেয়ে বেশি নিপীড়িত। কারণ আইন ভাঙায় পুরুষরা জেলে গেলে তাঁদেরই দৌড়ে বেড়াতে হচ্ছে।"
সে কথা খোলাখুলি নীতীশকে জানিয়েওছেন বলে দাবি প্রশান্তর। তাঁর কথায়, "আমি নীতীশ কুমারকেও এ কথা জানিয়েছি। গত কয়েক মাস ধরে বিহারে ঘুরে যে অভিজ্ঞতা হয়েছে, সব বলেছি। অহং সরিয়ে রেখে, মদ্যপান নিষিদ্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে বলেছি ওঁকে।"
জোটে প্রত্যাবর্তন ঘটবে প্রশান্তর! তুঙ্গে জল্পনা
এর পাশাপাশি, এক বছরে বিহারে ১০ লক্ষ কর্মসংস্থান তৈরির কথাও নীতীশকে শর্তস্বরূপ প্রশান্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বলে জেডিইউ সূত্রে খবর। নীতীশ শর্ত পূরণ করলে প্রশান্ত জোটে ফেরার কথা ভাববেন, এমনটা নীতীশকে জানিয়েছেন বলে শোনা যাচ্ছে। প্রশান্তর সঙ্গে সাক্ষাতের কথা মেনে নিয়েছেন নীতীশও। তবে একই সঙ্গে জানিয়েছেন, স্বাভাবিক আলোচনা হয়েছে, যার রাজৈনতিক গুরুত্ব তেমন নেই। যদিও প্রশান্তর সঙ্গে পুরনো তিক্ততা সরিয়ে রেখেছেন নীতীশ। বরং প্রশান্তর সঙ্গে ‘পুরনো সম্পর্কে’র কথা উল্লেখ করেছেন।
তবে এরই মধ্যে প্রশান্তর একটি ট্যুইট নজর কাড়ছে সকলের। কবি দিনকরকে উদ্ধৃত করে তিনি লেখেন, 'তোমার সহায়তা পেলে আনায়াসে জয়ী হব আমি, কিন্তু আগামী প্রজন্মকে মুখ দেখাব কেমনে?' সব মিলিয়ে প্রশান্তর জোটে ফেরা নিয়ে জল্পনা নতুন করে জোর পেয়েছে।