Presidential Election Result 2022: দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? সকাল ১১টা থেকে সংসদে ব্যালটের গণনা শুরু
Presidential Poll Result: ব্যালট বাক্সই বলে দেবে কে হবেন রাইসিনা হিলসের মালিক। সূত্রের খবর, এবার রাষ্ট্রপতি নির্বাচনে দেশজুড়ে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে।
কলকাতা: এনডিএ-র দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) না বিরোধীদের যশবন্ত সিনহা (Yashwant Sinha)। দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আজ সকাল ১১টা থেকে সংসদে ব্যালটের গণনা শুরু। ব্যালট বাক্সই বলে দেবে কে হবেন রাইসিনা হিলসের মালিক। সূত্রের খবর, এবার রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election Result 2022) দেশজুড়ে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। ২৪ জুলাই শেষ হচ্ছে রামনাথ কোবিন্দের মেয়াদ। ২৫ জুলাই রাষ্ট্রপতি পদে শপথগ্রহণ।
দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? রাষ্ট্রপতি নির্বাচনে দেশজুড়ে ভোট দিয়েছেন সাংসদ-বিধায়করা। আর তা ঘিরেও বাংলায় টানটান উত্তেজনা দেখা যায়। অঙ্কের নিরিখে পাল্লা অনেক ভারী এনডিএ’র প্রার্থী দ্রৌপদী মুর্মুর। তাই জয়-পরাজয় নিয়ে প্রশ্ন নয়, এখন মূল প্রশ্ন হল এবার রাষ্ট্রপতি নির্বাচনে কি বাংলায় ক্রস ভোটিং হল? কোনও দলের কোনও বিধায়ক কি দল যে প্রার্থীকে সমর্থন করেছে, তার পরিবর্তে অন্য প্রার্থীকে ভোট দিলেন? রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয় গোপন ব্যালটে। কে কাকে ভোট দিলেন, তা জানা সম্ভব নয়। তবে ভোটের ফল বেরোনোর পর, তা স্পষ্ট হতে পারে। তবে এদিন ভোটের পর বেশ কয়েকজন বিধায়ক নিজে মুখেই ক্রস ভোটিংয়ের কথা জানিয়েছেন। যেমন ওড়িশায় কংগ্রেস বিধায়ক মহম্মদ মৌকিম NDA প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন বলে নিজেই জানান। গুজরাতের এনসিপি বিধায়ক কান্ধল জাডেজাও ক্রস ভোটি করে দ্রৌপদী মুর্মুকে ভোট দেন। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির বিধায়ক শাহজিল ইসলামও দলের বিরুদ্ধে গিয়ে এনডিএ প্রার্থীকে ভোট দেন। গুজরাতেও কংগ্রেসের অন্তত ৪ জন বিধায়ক NDA প্রার্থীকে ভোট দিয়েছেন বলে অভিযোগ। অসমেও কংগ্রেসের অন্তত ২০ জন বিধায়ক দ্রৌপদী মুর্মুকে ভোট দেন বলে অভিযোগ করেছেন AIUDF বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া।
এদিকে বঙ্গে পঞ্চায়েতের আগে সব দলের নজর এখন আদিবাসী ভোট-ব্যাঙ্কের দিকে। রাষ্ট্রপতি নির্বাচনে দ্রোপদী মুর্মুকে প্রার্থী করার পর থেকে বিজেপি দাবি করছে, তারাই প্রকৃতভাবে আদিবাসীদের পাশে আছে। সোমবার ভোট দিতে বিধানসভায় আসা অধিকাংশ বিজেপি বিধায়কের গলাতেও ছিল বিশেষ ধরনের উত্তরীয়। আদিবাসী সমাজে এই যে উত্তরীয় পরার প্রচলন রয়েছে, তাকে বলা হয় পাঞ্জি। এদিন সেইরকম উত্তরীয় পরেই বিধানসভায় ভোট দিতে আসেন বিজেপি বিধায়করা। উল্টোদিকে বিধানসভায় ভোটের লাইনে দাঁড়িয়ে আদিবাসী গানের মধ্যে দিয়েই বিজেপিকে কটাক্ষ করেন, বাঁকুড়ার রানিবাঁধের তৃণমূল বিধায়ক ও খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি ও ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক ও বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।
আরও পড়ুন: Sonia Gandhi: আজ ইডি-র দফতরে হাজিরা সনিয়ার, সকাল সকাল মায়ের কাছে প্রিয়ঙ্কা, তেতে উঠছে দিল্লি