PM Modi : মানেনি 'ব্লু বুক', প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি অবহেলা করেছে পাঞ্জাব পুলিশ : স্বরাষ্ট্র মন্ত্রক
Prime Minister's visit : স্পেশাল প্রোটেকশন গ্রুপের কর্মীরা প্রধানমন্ত্রীর সান্নিধ্যে থাকেন। বাকি নিরাপত্তা ব্যবস্থা রাজ্য সরকারকে নিতে হয়। মন্তব্য স্বরাষ্ট্র মন্ত্রকের এক সিনিয়র আধিকারিকের।
নয়া দিল্লি : বিক্ষোভ নিয়ে গোয়েন্দাদের তথ্য থাকা সত্ত্বেও, পাঞ্জাব পুলিশ 'ব্লু বুক' মেনে চলেনি। প্রধানমন্ত্রীর সফরের জন্য কোনও জরুরি পথও প্রস্তুত রাখেনি। পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় আটকে পড়া নিয়ে এমনই মন্তব্য করলেন স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) এক সিনিয়র আধিকারিক।
স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) ব্লু বুক প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য নিরাপত্তা-সংক্রান্ত নির্দেশিকা তুলে ধরেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক জানাচ্ছেন, ব্লু বুক অনুসারে, প্রধানমন্ত্রীর সফরের সময় পাঞ্জাবে যা ঘটল সেরকম প্রতিকূল পরিস্থিতির জন্য রাজ্য পুলিশকে জরুরি রুট প্রস্তুত রাখতে হত।
তিনি যোগ করেন যে, ইন্টেলিজেন্স ব্যুরোর কর্মকর্তারা পাঞ্জাব পুলিশের (Punjab Police) সাথে যোগাযোগ রাখছিলেন এবং বিক্ষোভকারীদের আন্দোলন সম্পর্কে তাদের সতর্কও করেন। পাঞ্জাব পুলিশের কর্মকর্তারা ভিআইপিকে সম্পূর্ণ সুরক্ষার আশ্বাস দিয়েছিলেন।
আরও পড়ুন ; 'দেশের মধ্যেই প্রাণ সংশয়ের আশঙ্কা মোদির, এটাই সবথেকে বড় ব্যর্থতা', কটাক্ষ অধীরের
তিনি আরও যোগ করেন, স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) কর্মীরা প্রধানমন্ত্রীর সান্নিধ্যে থাকেন। বাকি নিরাপত্তা ব্যবস্থা রাজ্য সরকারকে নিতে হয়। কোনও আকস্মিক ঘটনা ঘটলে, রাজ্য পুলিশ এসপিজিকে তার আপডেট দেয় এবং সেই অনুযায়ী ভিআইপিদের গতিপথ পরিবর্তন করা হয়।
তা সত্ত্বেও গাফিলতির অভিযোগ ওঠায়, "নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি নিয়ে গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট চাওয়া হয়েছে,” বলে জানান ওই আধিকারিক।
গতকাল পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) কনভয় আটকানো ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। পাঞ্জাবে বিক্ষোভের মুখে আটকায় প্রধানমন্ত্রীর কনভয়। বাধ্য হয়েই সভা বাতিল করে দিল্লি ফেরে মোদির কনভয়। ভাতিন্দা থেকে ফিরোজপুর যাওয়ার পথে আটকায় কনভয়।
বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, ‘রাস্তায় নিরাপত্তা না দেওয়ায়, এগোতে পারেনি কনভয়। পাঞ্জাব সরকার নিরাপত্তা দেয়নি, তাই এমন ঘটনা।' গোটা ঘটনাটি দুঃখের, দায়ী পাঞ্জাব সরকার, এমনটাই ট্যুইট করেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা।