Ram Navami: 'শ্রীরামের কৃপায় জীবনে সুখ আসুক', দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানালেন মোদি-কোবিন্দ
Ram Navami Wishes: এই দিনে মা দুর্গার নবম রূপ মা সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। এই দিনে লোকেরা ছোট ছোট মেয়েদের ভোজন করাতে হয়। তারপর ব্রত-উপবাস ভঙ্গ করতে হয়।
নয়া দিল্লি: আজ রামনবমী। ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের জন্মদিন হিসেবে দেখা হয় এই তিথিকে। রামচন্দ্রকে শ্রী কৃষ্ণের সপ্তম অবতার হিসেবে দেখা হয়। চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে পালিত হয় এই উৎসব। চৈত্র মাসের নবরাত্রির নবম দিনে রামনবমী উদযাপিত হয়। এবার রাম নবমী পালিত হচ্ছে ১০ এপ্রিল ২০২২, রবিবার। এই দিনে মা দুর্গার নবম রূপ মা সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। এই দিনে লোকেরা ছোট ছোট মেয়েদের ভোজন করাতে হয়। তারপর ব্রত-উপবাস ভঙ্গ করতে হয়।
রাম নবমী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টুইটে বলেন, "দেশের মানুষকে রাম নবমীর শুভেচ্ছা। ভগবান শ্রী রামের কৃপায় সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক। জয় শ্রী রাম"। রাম নবমী উৎসব পালন করা হয় ভগবান রামের জন্ম উপলক্ষে।
देशवासियों को रामनवमी की ढेरों शुभकामनाएं। भगवान श्रीराम की कृपा से हर किसी को जीवन में सुख, शांति और समृद्धि प्राप्त हो। जय श्रीराम!
— Narendra Modi (@narendramodi) April 10, 2022
এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুপুর ১টায় গুজরাতের জুনাগড়ের গাথিলায় উমিয়া মাতা মন্দিরের ১৪তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি । গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০৮ সালে তিনি মন্দিরটি উদ্বোধন করেছিলেন।
सभी देशवासियों को राम नवमी की शुभकामनाएं। मर्यादा पुरुषोत्तम श्रीराम का जीवन, उनकी कर्तव्यनिष्ठा और उच्च आदर्श पूरी मानवता के लिए मार्गदर्शन और प्रेरणा के स्रोत हैं। आइए, हम सब प्रभु राम के आदर्शों को अपने जीवन में आत्मसात करते हुए राष्ट्र निर्माण में योगदान का संकल्प लें।
— President of India (@rashtrapatibhvn) April 10, 2022
অন্যদিকে, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দও এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে তিনি লেখেন, "সমস্ত দেশবাসীকে রাম নবমীর শুভেচ্ছা। মরিয়দা পুরুষোত্তম শ্রী রামের জীবন, তাঁর বিবেক ও উচ্চ আদর্শ সমগ্র মানবতার জন্য নির্দেশনা ও অনুপ্রেরণার উৎস। আসুন আমরা সবাই আমাদের জীবনে ভগবান রামের আদর্শকে ধারণ করে জাতি গঠনে অবদান রাখার অঙ্গীকার করি।"