Road Rage Case: সুপ্রিম কোর্টে ধাক্কা, পাতিয়ালা কোর্টে আত্মসমর্পণ নভজ্যোত সিং সিধুর
Navjot Singh Sidhu: পার্কিং বিবাদে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ। ৩৪ বছরের পুরনো মামলায় সুপ্রিম কোর্টে কংগ্রেস নেতা সিধুর ধাক্কা।
নয়াদিল্লি: পার্কিং বিবাদে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ। ৩৪ বছরের পুরনো মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) কংগ্রেস নেতা সিধুর ধাক্কা। ১ বছরের কারাদণ্ডের নির্দেশ বৃহস্পতিবারই।
শুক্রবার পাতিয়ালা কোর্টে (Patiala Court) আত্মসমর্পণের জন্য পৌঁছলেন নভজ্যোত সিংহ সিধু (Navjot Singh Sidhu)।
1988 road rage case | Punjab: Congress leader Navjot Singh Sidhu leaves for Sessions Court, from his residence in Patiala. pic.twitter.com/u9B0g87n5C
— ANI (@ANI) May 20, 2022
একটি টুইট করেছেন প্রাক্তন ক্রিকেটার ও কংগ্রেস নেতা। টুইটে তিনি বলেছেন আইনের শাসনের কাছে নিজেকে সঁপে দেবেন তিনি। তিন দশক পুরনো পথ-হিংসা মামলায় জেল কংগ্রেস নেতা নভজ্যোত সিংহ সিধুর। সাজা শোনাল সুপ্রিম কোর্ট। সেই সময় রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে সিধুর বিরুদ্ধে। মাথায় আঘাত পেয়ে পরে মৃত্যু হয় ওই ব্যক্তির। তাতে এক সময় অনিচ্ছাকৃত হত্যা মামলাও দায়ের হয়েছিল সিধুর বিরুদ্ধে, পরে যদিও, তা থেকে মুক্তি পেয়ে যান সিধু। এত দিন পর সেই মামলাতেই সিধুকে এক বছরের সাজা শোনাল শীর্ষ আদালত। তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত।
পুরনো মামলা:
১৯৮৮ সালের ঘটনা। সেই বছর ২৭ ডিসেম্বর রাস্তায় গুরনাম সিংহ নামের এক ব্যক্তির সঙ্গে ঝামেলা বাধে সিধুর। বচসা থেকে ক্রমশ তা হাতাহাতিতে পৌঁছয়। অভিযোগ, ওই ব্যক্তিকে গাড়ি থেকে বার করে মারধর করেন তিনি। তাতে মাথায় আঘাত পান ওই ব্যক্তি এবং তা থেকেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে।
২০১৮ সালে এই মামলায় সুপ্রিম কোর্ট সিধুকে ১ হাজার টাকা জরিমানা করেছিল সিধু। আদালতের যুক্তি ছিল, সিধুর মারেই গুরনামের মৃত্যু হয়েছে, এমন কোনও প্রমাণ নেই। আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জানান মৃতের পরিবার। বৃহস্পতিবার তার শুনানিতেই সিধুকে এক বছরের সাজা শোনানো হয় সিধুকে।
আরও পড়ুন: বর্ষা শেষ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকুক, সুপারিশ বিশেষজ্ঞদের