Russia Ukraine War : গিয়েছিলেন ডাক্তারি পড়তে, নবীনের দেহ ফিরল কফিনবন্দী হয়ে !
Russia Ukraine War : সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বলেন, নবীনের মৃতদেহ ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ।
বেঙ্গালুরু : ইউক্রেনে গোলাগুলিতে মৃত ভারতীয় ছাত্র নবীন শেখারাপ্পার দেহ ফিরল বেঙ্গালুরুতে। সোমবার ভোররাত ৩টেয় বেঙ্গালুরু বিমানবন্দরে আসে তাঁর দেহ। সেখানে ছিলেন নবীনের পরিবারের সদস্যরা, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ও সরকারি আধিকারিকরা। নবীনের মৃতদেহে ফুলের মারা পরিয়ে সম্মান জানানো হয়। বিমানবন্দর থেকে হাভেরি জেলায় গ্রামের বাড়িতে পাঠানো হয় দেহ।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বলেন, নবীনের মৃতদেহ ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ। ইউক্রেনে বোমাবর্ষণে ওঁর মৃত্যু হয়েছিল। খুবই দুর্ভাগ্যের বিষয় যে ওঁকে আমরা এভাবে হারিয়েছি।
তারিখটা ছিল ১ মার্চ। খাবার কিনতে গেছিলেন। সেই সময় ইউক্রেনের খারকিভে রুশ যুদ্ধবিমানের মিসাইল হামলায় মৃত্যু হয় ভারতীয় ডাক্তারি পড়ুয়ার। জখম হন আরও এক ভারতীয় ছাত্র। সেই মৃত ছাত্রর দেহ অবশেষে ফিরল।
নবীন শেখারাপ্পা । বয়স ছিল মাত্র ২১। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার মধ্যেই, হাজার হাজার ভারতীয় পড়ুয়ার মতো নবীনও আটকে পড়েছিলেন খারকিভ শহরে! বাঙ্কার থেকে বেরিয়েছিলেন একটু খাবারের খোঁজে! ঠিক তখনই রুশ যুদ্ধবিমান মিসাইল ছোড়ে! মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন হয়ে যায় ২১ বছর বয়সী ভারতীয় ডাক্তারি পড়ুয়ার দেহ। শোকে ভেঙে পড়ে পরিবার।
প্রি-ইউনিভার্সিটির পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়েছিলেন নবীন শেখরাপ্পা। তবু রাজ্যে ডাক্তারি পড়ার সুযোগ পাননি কর্ণাটকের হাভেরি জেলার চালাগেরির বাসিন্দা ওই পড়ুয়া। বাধ্য হয়েই ডাক্তারি পড়তে যান ইউক্রেনের খারকিভ ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটিতে। পরিবারের সদস্যরা ছেলের গলা শুনেছিলেন মৃত্যুর দু দিন আগেই। তারপর আজ একেবারে এসে পৌঁছল দেহ!
প্রসঙ্গত, রাশিয়া লাগাতার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের প্রায় ধ্বংসস্তূপ হয়ে ওঠা একের পর এক শহরে আছড়ে পড়ছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও গোলা। ইউক্রেন সরকারের তথ্য অনুযায়ী, শুধু কিভেই এখনও পর্যন্ত ২২৮ জনের মৃত্যু হয়েছে। কিভে মৃত্যু হয়েছে ৪ শিশুরও। ১৬ শিশু সহ আহত হয়েছেন ৯০০ জন। রাশিয়ার হামলায় প্রায় ৪০টি বাড়ি, ৬টি স্কুল ৪টি কিন্ডারগার্টেন ধ্বংস হয়েছে।