(Source: ECI/ABP News/ABP Majha)
Sanjay Raut: ইডির পর মুম্বই পুলিশ, হুমকির অভিযোগে এফআইআর সঞ্জয়ের বিরুদ্ধে
Mumbai Police: পত্র চাওল জমি-দুর্নীতি মামলার সাক্ষী স্বপ্না পাটকারকে হুমকির অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। মহারাষ্ট্রের ভাকোলা থানায় শিবসেনা মুখপাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
মুম্বই: আগেই গ্রেফতার করেছে ইডি। এবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বিরুদ্ধে এফআইআর করল মুম্বই পুলিশও। পত্র চাওল জমি-দুর্নীতি মামলার সাক্ষী স্বপ্না পাটকারকে হুমকির অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। মহারাষ্ট্রের ভাকোলা থানায় শিবসেনা মুখপাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। হুমকির একটি অডিও ক্লিপটিও ভাইরাল হয়েছে।
পত্র চাউল জমি দুর্নীতি মামলায় ইতিমধ্য়েই শিবসেনা (Shiv Sena) মুখপাত্র সঞ্জয় রাউতকে (Sanjay Raut) গ্রেফতার করেছে ইডি (ED)। রবিবার সাতসকালে সঞ্জয় রাউতের বাড়িতে যান ইডি আধিকারিকরা। পরে তাঁকে হেফাজতে নেওয়ার কথা ঘোষণা করা হয়। রাতেই তাঁকে গ্রেফতার করে ইডি। সোমবার তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে গিয়েছে ইডি। মহারাষ্ট্রে উদ্ধব-সরকারের পতনের মাসখানেক পর, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে, জমি দুর্নীতির মামলায় গ্রেফতার করেছে ইডি। উদ্ধব ঠাকরের অত্যন্ত ঘনিষ্ঠ সঞ্জয় রাউত। কট্টর মোদি-সমালোচক হিসেবেই পরিচিত। রবিবার সকালে সঞ্জয় রাউতের বাড়িতে পৌঁছন ইডি অফিসাররা। তারপরেই তাঁর বাড়ির বাইরে ভিড় হতে থাকে। জিজ্ঞাসাবাদের মাঝেই টুইট করেছিলেন সঞ্জয়, জানিয়েছিলেন লড়াই চালিয়ে যাবেন।
বিজেপিকে দোষারোপ:
উদ্ধবকে চাপে ফেলতে সঞ্জয় রাউতকে গ্রেফতারের ষড়যন্ত্র করেছে বিজেপি (BJP)। অভিযোগ করেছেন শিবসেনা মুখপাত্রের ভাই সুনীল রাউত।
পাশে কংগ্রেসও:
সঞ্জয় রাউতের পাশে দাঁড়িয়েছে কংগ্রেসও (Congress)। বিজেপির ষড়যন্ত্রের সামনে মাথা নত করেননি, এটাই সঞ্জয়ের একমাত্র দোষ। টুইট কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীর।
The only crime #SanjayRaut has committed that he has not been cowered down by the politics of intimidation of the BJP party. He is a man of conviction and courage. We are with Sanjay Raut.
— Adhir Chowdhury (@adhirrcinc) August 1, 2022
বিজেপির খোঁচা:
দেশজুড়ে শুদ্ধকরণ চলছে। আরও হবে। সঞ্জয় রাউতের গ্রেফতার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
আরও পড়ুন: 'মাথা নিচু করব না, লড়াই চলবে', ইডির গ্রেফতারির পর জানিয়ে দিলেন সঞ্জয় রাউত