SEBI Update: শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন না ! ৩১মার্চের মধ্যে করতে হবে এই কাজ
PAN Aadhaar Link: হাতে মাত্র আর কিছুদিন। ৩১ মার্চের মধ্যে এই কাজ না করলে বাজারে বিনিয়োগ করতে পারবেন না আপনি।
PAN Aadhaar Link: হাতে মাত্র আর কিছুদিন। ৩১ মার্চের মধ্যে এই কাজ না করলে বাজারে বিনিয়োগ করতে পারবেন না আপনি। ইতিমধ্যেই বিনিয়োগকারীদের সতর্ক হতে নতুন নির্দেশিকা জারি করেছে সিকিউরিটিএক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)।
SEBI Update: কী বলেছে সেবি ?
সম্প্রতি শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) তার বিনিয়োগকারীদেরকে ৩১ মার্চ ২০২৩ এর মধ্যে প্যান ও আধার লিঙ্ক করার নির্দেশ দিয়েছে। SEBI বলেছে, যে বিনিয়োগকারীরা এই কাজ করতে ব্যর্থ হলে ১এপ্রিল ২০২৪ এর মধ্যে তারা বাজারে থাকলেও বিনিয়োগ করতে পারবে না। এই পরিস্থিতিতে আপনি যদি এখনও PAN Aadhaar (PAN Aadhaar Link) লিঙ্ক না করে থাকেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি সম্পূর্ণ করুন।
Share Market Update: বিনিয়োগ করতে পারবেন না
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করেছে যাতে বিনিয়োগকারীদের জানানো হয়েছে, যদি কোনও ব্যক্তি ৩১ মার্চ ২০২৩ এর আগে তাদের PAN-কে আধারের সঙ্গে লিঙ্ক না করেন, তাহলে PAN কে নন-কেওয়াইসি হিসাবে গণ্য করা হবে। ও PAN নিষ্ক্রিয় করা হবে (PAN)।
Pan Card: বিনিয়োগের জন্য প্যান কার্ড আবশ্যক
আয়কর আইন ১৯৬১-র নিয়ম অনুসারে, প্যান কার্ড থাকলে UIDAI-এর নীতি মেনে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করাতে হবে। বাধ্যতামূলকভাবে করা তে হবে এই কাজ। 31 মার্চ, 2023 এর মধ্যে এই তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক, অন্যথায় আপনার PAN নিষ্ক্রিয় হয়ে যাবে। CBDT-এর 7 নম্বর সার্কুলার অনুসারে, এর পরে, দুটি লিঙ্ক করার জন্য আপনাকে 10,000 টাকা জরিমানা দিতে হবে। একই সঙ্গে 31 মার্চের আগে এক হাজার টাকা জরিমানা দিয়ে এই কাজ করা যাবে।
কীভাবে প্যান ও আধার লিঙ্ক করবেন
১ PAN ও আধার কার্ড লিঙ্ক করতে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট eportal.incometax.gov.in বা incometaxindiaefiling.gov.in -এ যান।
২ এরপর বাঁ পাশে Quick সেকশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।
৩ নতুন উইন্ডোতে আপনার আধার বিবরণ, প্যান ও মোবাইল নম্বর লিখুন।
৪ 'I validate my Aadhaar details' অপশনে ক্লিক করুন।
৫ আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে, এটি লিখুন ও জমা দিন।
৬ জরিমানা পরিশোধ করার পরে আপনার PAN আধারের সঙ্গে লিঙ্ক করা হবে।