SC on Nupur Sharma : "গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত", সুপ্রিম কোর্টের তোপের মুখে নূপুর শর্মা
Suspended BJP Leader Nupur Sharma : আপনারা কী কাজ করেছেন, দিল্লি পুলিশকে প্রশ্ন সুপ্রিম কোর্টের...
নয়া দিল্লি : পয়গম্বর-মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) তোপের মুখে নূপুর শর্মা (Nupur Sharma)। "গোটা দেশের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত। দেশে যা ঘটেছে তার জন্য উনি (নূপুর শর্মা) একাই দায়ী।" বলল শীর্ষ আদালত। সম্প্রতি সাসপেন্ডেড বিজেপি নেত্রীর মন্তব্য ঘিরে তোলপাড় হয়ে ওঠে গোটা দেশ।
বিচারপতি সূর্য কান্ত বলেন, আমরা ওই ডিবেট দেখেছিলাম, কীভাবে উনি জেদ ধরেছিলেন। যেভাবে উনি সবকিছু বলেছেন এবং পরে জানিয়েছেন যে তিনি একজন আইনজীবী, তা লজ্জাজনক। গোটা দেশের কাছে ওঁর ক্ষমা চাওয়া উচিত।
কী আবেদন জানিয়েছিলেন নুপূর শর্মা ?
তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর যাতে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়, সেই সংক্রান্ত আবেদন জানিয়েছিলেন নুপূর শর্মা। সেই আবেদনের শুনানি হয় শীর্ষ আদালতে। শুনানি চলাকালীন সাসপেন্ডেড বিজেপি নেত্রীর আইনজীবী অভিযোগ জানান, উনি (নুপূর শর্মা) ক্রমাগত হুমকির মুখে পড়ছেন। এপ্রসঙ্গে বিচারপতি জানতে চান, উনি হুমকি পাচ্ছেন ? নাকি, উনি নিরাপত্তায় হুমকির কারণ ? যেভাবে গোটা দেশে আবেগে সুড়সুড়ি দিয়েছেন। দেশে যা ঘটছে তার জন্য এই মহিলা একাই দায়ী।
আরও পড়ুন ; নারকেলডাঙার পর আমহার্স্ট স্ট্রিট থানা, গরহাজির নূপুর
বিচারপতি সূর্য কান্ত আরও বলেন, উনি একটা দলের মুখপাত্র তো কী হয়েছে ! উনি ভাবছেন, ক্ষমতার ব্যাকআপ আছে ওঁর সঙ্গে, তাই দেশের কানুনকে সম্মান না জানিয়ে যে কোনও রকম মন্তব্য করতে পারেন।
এর পরিপ্রেক্ষিতে নূপুর শর্মার আইনজীবী আদালতে জানান, টিভিতে বিতর্ক চলাকালীন উনি সঞ্চালকের একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শুধুমাত্র। তখন আদালত বলেন, তাহলে হোস্টের বিরুদ্ধেও মামলা হওয়া উচিত। আইনজীবী তখন মন্তব্য করেন, নাগরিকদের বলার কোনও অধিকার নেই। তার পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, গণতন্ত্রে সবার বলার অধিকার আছে। গণতন্ত্রে, ঘাসেরও জন্মানোর অধিকার আছে। গাধার খাওয়ার অধিকার আছে।