Mouni Roy Wedding: 'কন্যা' মৌনীকে নতুন জীবনের শুভেচ্ছা জানালেন 'মা' স্মৃতি ইরানি
Mouni Roy Wedding: ২০০০ সালের হিট ধারাবাহিক 'কিউঁ কি সাস ভি কভি বহু থি'-তে মূল চরিত্র তুলসির অভিনয় করতেন স্মৃতি ইরানি। সেখানে তুলসির দত্তক নেওয়া কন্যা সন্তানের ভূমিকায় অভিনয় করেন মৌনী।
নয়াদিল্লি: ২৭ জানুয়ারি গোয়ায় সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy)। তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠালেন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন অভিনেত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। তাঁরা দুজনে একসঙ্গে জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'কিউঁ কি সাস ভি কভি বহু থি'-তে কাজ করেছেন। বৃহস্পতিবার সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিয়ে সারেন মৌনী।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মৌনীর বিয়ের একাধিক ছবি পোস্ট করে স্মৃতি ইরানি লেখেন, 'এই মেয়েটি আমার জীবনে আসে ১৭ বছর আগে... তখন বলা হয়েছিল ও নতুন, কিন্তু ওঁর উষ্ণতা ও আনন্দ এবং বেশ কিছু জীবনমুখী ধ্যানধারণা ওঁর আশেপাশের মানুষকে বন্ধু হিসেবে, পরিবার হিসেবে গর্বিত করে। আজ ওঁর নতুন যাত্রা শুরু হল। কামনা করি ঈশ্বর যেন ওঁকে সব আনন্দ, উন্নতি ও সুস্বাস্থ্য দেন... পাত্রকে বলি... তুমি অত্যন্ত সৌভাগ্যবান... শুভেচ্ছা।'
View this post on Instagram
তাঁর শুভেচ্ছার উত্তরও দিয়েছেন সদ্য বিবাহিতা মৌনী। কমেন্টে তিনি লেখেন, 'কী সুন্দর কথাগুলো... তোমার কাছে আমি চির কৃতজ্ঞ। খুব ভালবাসি... ভীষণ মিস করছি তোমাকে এখানে।'
প্রসঙ্গত, ২০০০ সালের হিট ধারাবাহিক 'কিউঁ কি সাস ভি কভি বহু থি'-তে মূল চরিত্র তুলসির অভিনয় করতেন স্মৃতি ইরানি। সেখানে তুলসির দত্তক নেওয়া কন্যা সন্তানের ভূমিকায় অভিনয় করেন মৌনী।