Kerala HC Update : শ্বশুরের সম্পত্তিতে আইনি অধিকার নেই জামাইয়ের, পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের
সম্প্রতি শ্বশুর হেনড্রি আদালতে একটি মামলা দায়ের করেছিলেন...
কোচি (কেরল) : শ্বশুরের সম্পত্তি বা বাড়ির ওপর কোনও আইনি অধিকার দাবি করতে পারবেন না জামাই। এমনই নির্দেশিকা জারি করল কেরল হাইকোর্ট। বিচারপতি এন অনিল কুমার এই মর্মে নির্দেশিকা জারি করেন। তিনি কান্নুরের তালিপারম্বার ডেভিস রাফেলের আবেদন খারিজ করে দেন। ডেভিস তাঁর শ্বশুর হেনড্রি থামসের সম্পত্তিতে অধিকার দাবি জানিয়েছিলেন। এর আগে তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছিল পায়ান্নুরের সাব কোর্ট।
সম্প্রতি শ্বশুর হেনড্রি আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। তাতে তিনি দাবি জানান, আদালত যেন ডেভিসকে তাঁর সম্পত্তিতে অনুপ্রবেশ বা শান্তিপূর্ণ মালিকানায় মধ্যস্থতা
এবং সম্পত্তি ও বাড়ি ভোগে হস্তক্ষেপ করা থেকে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। সেন্ট পলের চার্চ থ্রিচাম্বরমের পক্ষ থেকে ফ্রেন্ড জেমস নাসরথের উপহার হিসেবে এই সম্পত্তি পেয়েছেন বলে দাবি করেন হেন্ড্রি।
আরও পড়ুন ; করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া কেন্দ্রের প্রস্তাবে অনুমোদন সুপ্রিম কোর্টের
হেনড্রি জানিয়েছেন, তিনি তাঁর নিজস্ব তহবিল খরচ করে একটি কংক্রিটের বাড়ি তৈরি করেছেন এবং সেখানে পরিবারের সঙ্গে বসবাস করছেন তিনি। সম্পত্তির ওপর তাঁর জামাইয়ের কোনও অধিকার নেই। কিন্তু, জামাই ডেভিসের যুক্তি যে, গির্জা কর্তৃপক্ষের দেওয়া উপহার দলিলটি পরিবারের জন্য কার্যকর। তিনি হেনড্রির একমাত্র মেয়েকে বিয়ে করেছেন এবং বিয়ের পরে পরিবারের সদস্য হিসাবে তাঁকে দত্তক নেওয়া হয়েছে। তাই সেই বাড়িতে থাকার তাঁর অধিকার আছে ।
আরও পড়ুন ; NEET-বিরোধিতায় সমর্থন চেয়ে ১২ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি স্ট্যালিনের
যদিও আদালত জানিয়ে দিয়েছে, জামাইয়ের ওই সম্পত্তির ওপর কোনও অধিকার নেই। উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্টের পর্যবেক্ষণ যে, জামাই পরিবারের সদস্য, এই ধারণা ধরে রাখা কঠিন। জামাইয়ের পক্ষে এটা দাবি করা লজ্জাজনক যে, তাঁকে হেনড্রির মেয়ের সঙ্গে বিয়ের পর পরিবারের সদস্য হিসেবে দত্তক নেওয়া হয়েছিল।