Sri Lanka Situation: ধুঁকছে শ্রীলঙ্কা, কলকাতা থেকে রওনা দিল খাবারভর্তি জাহাজ
Kolkata Port: শ্রীলঙ্কার অনাথ শিশুদের জন্য বৃহস্পতিবার কলকাতা বন্দর থেকে জাহাজে করে পাঠানো হয়েছে চাল, ডালের মতো খাদ্য সামগ্রী।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: জ্বালানি নেই, বিদ্যুৎ নেই, নেই খাবার, নেই ওষুধও। ভয়াবহ আর্থিক বিপর্যয়ের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। আর্থিক বিপর্যয়ের ধাক্কায় সমস্যা পড়াশোনাতেও। বন্ধ হয়ে গিয়েছে স্কুল। প্রবল অর্থকষ্টে পড়েছে শ্রীলঙ্কা-জুড়ে থাকা থাকা একাধিক অনাথ আশ্রমও। কোথাও খাবার নেই, কোথাও আবার আধপেটা খেয়ে দিন কাটছে ওই শিশুদের। তাদের কথা ভেবেই উদ্যোগ নিয়েছে একটি সংস্থা। শ্রীলঙ্কার বিদেশি মুদ্রার ভাণ্ডারও (Foreign Currency) কার্যত শেষ। নতুন করে কেউ ধার দিতে চাইছে না। ফলে জ্বালানি কিনতে পারছে না শ্রীলঙ্কা। তার প্রভাবেই মুখ থুবড়ে পড়েছে স্বাভাবিক কর্মকাণ্ড। প্রধানমন্ত্রী বদল হলেও পরিস্থিতির বিশেষ বদল এখনও হয়নি। সম্প্রতি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রম সিংঘে শ্রীলঙ্কার সংসদে জানিয়েছেন আর্থিক সঙ্কটের পরিস্থিতি আগামী বছর পর্যন্ত জারি থাকবে।
সাহায্যের হাত ভারতের:
বেশ কিছু দেশ মুখ ফিরিয়ে নিয়েছিল, আবার হাতেগোনা কিছু দেশ শ্রীলঙ্কার (Sri Lanka) পাশে দাঁড়িয়েছে। ওই তালিকায় রয়েছে ভারতও। জরুরি পরিস্থিতিতে শ্রীলঙ্কার অনাথ শিশুদের জন্য বৃহস্পতিবার কলকাতা বন্দর থেকে জাহাজে করে পাঠানো হয়েছে চাল, ডালের মতো খাদ্য সামগ্রী।
কাদের উদ্যোগ:
শ্রীলঙ্কা প্রশাসন সূত্রে খবর, সে দেশের ৩৭৯টি অনাথ আশ্রমে সাড়ে ১০ হাজারের বেশি শিশু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের খাওয়ানোর জন্য় উদ্যোগ নিয়েছে দ্বীপরাষ্ট্রের সংস্থা কলম্বো এক্সপ্যাটস্ কালচারাল অ্যাসোসিয়েশন। ওই অনাথ শিশুদের ১০০ দিন খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে তাদের তরফে। সেই মতো সংস্থার তরফে, ভারত, বাংলাদেশ ও নেপালের বিভিন্ন মহলে খাদ্য সামগ্রী ও খাদ্যশস্য সরবরাহের আর্জি জানানো হয়। সেইমতোই বৃহস্পতিবার কলকাতা থেকে জাহাজে প্রথম সাহায্য হিসেবে পাঠানো হল ২৭৫ টন চাল আর ২৭ টন ডাল।
কলম্বো এক্সপ্যাটস কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্য সৌমিত্র রায় একথা জানান। সংস্থা সূত্রে খবর, ভারতের নানা প্রান্ত থেকে সাহায্য গিয়ে পৌঁছবে শ্রীলঙ্কায়। সে দেশের প্রধানমন্ত্রী রনিল বিক্রম সিংঘের সরকারের হাতে তুলে দেওয়া হবে সেই সাহায্য।
আরও পড়ুন: 'ব্যাঙ্ক কর্মীর পরিচয়ে ফোন', বিশ্বাসে সর্বস্বান্ত বীরভূমের বাসিন্দা !