Delhi Rain: দাবদাহে জ্বলছে কলকাতা, আচমকা ঝড়বৃষ্টিতে কমল দিল্লির তাপমাত্রা
Delhi Rain: শুক্রবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হল দিল্লি ও এনসিআর এলাকায়। এর ফলে কিছুটা হলেও তাপমাত্রা কমে স্বস্তি পেলেন মানুষ। হরিয়ানা, চণ্ডীগড় ও পাঞ্জাবে বৃষ্টির পূর্বাভাস IMD-র।
নয়াদিল্লি: বেশ কয়েকদিন ধরে তাপপ্রবাহ চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায়। শুক্রবার পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী দিনে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে। আর এই অবস্থার মধ্যেই শুক্রবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ (Thunderstorms) সহ ঝড়বৃষ্টির (Rain) ফলে অনেকটা কমল দিল্লি ও এনসিআরের (Delhi-NCR) তাপমাত্রা (Temperature)। ফলে দাবদাহের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেলেন সেখানকার মানুষরা।
আরও পড়ুন: Spiderman: দিল্লির রাস্তায় বিপজ্জনক স্টান্ট, সঙ্গিনী সহ আটক 'স্পাইডারম্যান'!
ভারতীয় আবহাওয়া দফতরের তরফে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল যে ২৬ এপ্রিল ধুলোর ঝড় বা বজ্রবিদ্যুৎ সহ অল্প থেকে মাঝারি মানের বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে দিল্লি ও সংলগ্ন এলাকায়। শুক্রবার সকালে দেশের রাজধানীর নূন্যতম তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই মরশুমের গড় তাপমাত্রার থেকে ২ ডিগ্রি কম ছিল। আর সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে এই গরমে দিল্লিতে সবথেকে বেশি তাপমাত্রা ছিল আজকে। এই প্রথম শুক্রবার এবছরে ৪০ ডিগ্রির বেশি হয়েছিল দিল্লির তাপমাত্রা। ভারতীয় আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস।
#WATCH | Delhi: Rain lashes parts of the national capital, brings respite from heat and rising temperatures.
— ANI (@ANI) April 26, 2024
(Visuals from Firozeshah Road and Kasturba Gandhi Marg) pic.twitter.com/xRrpcW23w8
এর আগে এই মরশুমে দিল্লিতে ২০ তারিখ ও আজকে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিনে আর্দ্রতা ছিল ১৬ থেকে ৬৬ শতাংশের মধ্যে। দিল্লির পাশাপাশি শুক্রবার হরিয়ানা ও চণ্ডীগড় শুক্র এবং শনিবার বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। পাঞ্জাবেও ২৬ থেকে ২৮ তারিখের মধ্যে বৃষ্টি হবে বলে জানিয়েছিল তারা। সেই সঙ্গে জানিয়েছিল আকাশ হালকা মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং অল্প বৃষ্টির সঙ্গে ২৫ থেকে ৩৫ কিমি বেগে ঝোড়া হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাসও দিয়েছিল। সেইসঙ্গে সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রা ৩৯ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলেছিল।
আরও পড়ুন: India-Pakistan News: ভারতীয় হৃদয়ে জীবনে ফেরা পাকিস্তানের যুবতির
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।