UGC NET Exam Postponed: ঊর্ধ্বমুখী করোনা, স্থগিত ইউজিসি-নেট
এদিন সকালে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করেছে আইসিএসই
নয়াদিল্লি: বেলাগাম করোনা সংক্রমণ, এবার স্থগিত ইউজিসি-নেট। স্থগিত ইউজিসি-র ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট।
জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্ট এজেন্সির তরফে জানানো হয়েছে, পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে ইউজিসি-নেট ২০২১ পরীক্ষা।
এর আগে, ১৪ তারিখ থেকে পরীক্ষার অ্যাডমিট কার্ডও দেওয়া শুরু হয়েছিল। ugcnet.nta.nic.in ওয়েবসাইট থেকে তা ডাউনলোড় করাও যাচ্ছিল।
এদিন এনটিএ-র তরফে জানানো হয়েছে, করে হবে, তা পরীক্ষার ১৫ দিন আগে ঘোষণা করা হবে।
📢Announcement
Keeping in mind the safety & well-being of candidates and exam functionaries during #covid19outbreak, I have advised @DG_NTA to postpone the UGC-NET Dec 2020 cycle (May 2021) exams.#Unite2FightCorona pic.twitter.com/5dLB9uWgkO
">
এর আগে, ২০২১ সালের জেইই মেন পরীক্ষাও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এনটিএ। একইসঙ্গে পিছিয়ে দেওয়া হয় নিট পিজি ২০২১ পরীক্ষাও।
দেশে ক্রমবর্ধমান করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের জেরে কোনও পরীক্ষা বাতিল হচ্ছে, তা কোনওটা স্থগিত হচ্ছে। এদিন সকালে, দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল ঘোষণা করেছে আইসিএসই।
অন্যদিকে, দ্বাদশ শ্রেণির আইএসসি-র পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে জুন মাসের প্রথম সপ্তাহে।
ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে ইতিমধ্যেই সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষণা করেছে কেন্দ্র।
এ রাজ্যেও দশম-দ্বাদশের পরীক্ষা যে এখনই হচ্ছে না, সে ব্যাপারে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বন্ধ রাজ্যের সমস্ত স্কুল। এগিয়ে আনা হল গরমের ছুটি। স্কুলে আসতে হবে না শিক্ষকদেরও, সিদ্ধান্ত রাজ্য সরকারের।
মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রচণ্ড গরম ও বর্তমান পরিস্থিতির জেরে, এগিয়ে আনা হচ্ছে গরমের ছুটি।
মঙ্গলবার থেকেই বন্ধ হল স্কুল। স্কুলে যেতে হবে না শিক্ষক-শিক্ষিকাদেরও। কবে ফের স্কুল চালু হবে, তা পরে জানানো হবে।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবছর, ২৪ মে থেকে ৩ জুন পর্যন্ত স্কুলে গরমের ছুটি পড়ার কথা ছিল। কিন্তু, পারিপার্শ্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে গরমের ছুটি এগিয়ে আনল শিক্ষা দফতর।