Kanpur Accident : পথচারীদের পিষে দিল বাস, বেঘোরে গেল একাধিক প্রাণ
UP bus Accident : ইলেকট্রিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়ি-বাইকেও পরপর ধাক্কা মারে।
কানপুর : রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারীদের পিষে দিল বাস। কানপুরে বেপরোয়া বাসের বলি ৬, আহত ৯ জন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। পুলিশ সূত্রে খবর, কানপুরের তাঁতমিল এলাকায় ইলেকট্রিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়ি-বাইকেও পরপর ধাক্কা মারে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Uttar Pradesh | At least five people killed and several injured in an electric bus accident in Kanpur. The incident took place near Tat Mill cross road: Pramod Kumar, DCP East Kanpur pic.twitter.com/ZzVsKMOYuZ
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 30, 2022
ঘটনায় শোকজ্ঞাপন রাষ্ট্রপতির। তিনি লিখেছেন, ' কানপুর বাস দুর্ঘটনায় বহু হতাহতের খবরে গভীরভাবে শোকাহত। এই ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। '
আরও পড়ুন : ৪টি রিসোল করা টায়ার, ডোরিনা ক্রসিংয়ে বাস দুর্ঘটনায়, বলছে ফরেন্সিকের প্রাথমিক তদন্ত
कानपुर में हुई बस दुर्घटना में कई लोगों के हताहत होने की खबर से अत्यंत दुःख हुआ है। इस घटना में अपने प्रियजनों को खोने वाले परिवारों के प्रति मेरी गहन शोक-संवेदनाएं। मैं घायल हुए लोगों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूँ।
— President of India (@rashtrapatibhvn) January 31, 2022
কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে টুইটারে লিখেছেন, "কানপুরে সড়ক দুর্ঘটনার দুর্ভাগ্যজনক খবর পেয়েছি। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্যের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি,"
ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
অন্যদিকে, তেলঙ্গানার করিমনগরে বেপরোয়া গাড়ি পিষে দেয় ফুটপাথে বসে থাকা চার মহিলাকে। ঘাতক গাড়ির চালক নাবালক বলে পুলিশ জানিয়েছে।