UP on Covid19: কোভিড বিধি শিথিল উত্তরপ্রদেশে, তবে পরতে হবে মাস্ক
UP on Covid19: কিছু স্বাস্থ্যবিধি বজায় রাখলেও একাধিক জায়গায় বিধি শিথিল করেছে উত্তরপ্রদেশ প্রশাসন।
লখনউ: কদিন আগেই স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে কমছে কোভিড সংক্রমণ। কোভিড বুলেটিনেই ফুটে উঠেছে সেই ছবি। সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে শিথিল হচ্ছে বিধিও। এবার সেই পদক্ষেপই করল উত্তরপ্রদেশ সরকার। বেশ কিছু স্বাস্থ্যবিধি বজায় রাখলেও একাধিক জায়গায় বিধি শিথিল করেছে উত্তরপ্রদেশ (uttar pradesh) প্রশাসন।
Uttar Pradesh government lifts all #COVID19 restrictions in the State pic.twitter.com/a6qIuXHU8O
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 17, 2022
সুইমিং পুল, ওয়াটার পার্ক (water park) খুলে দেওয়ার সিদ্ধান্ত উত্তরপ্রদেশ সরকারের। খুলে দেওয়া হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রও। নোটিশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সামাজিক কারণে জমায়েতে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। যদিও মাস্ক এবং অন্যান্য কোভিড বিধি মেনে চলতে হবে। বুধবারে উত্তরপ্রদেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছিল ৫১জন।
দৈনিক কোভিড (covid) গ্রাফ নিম্নগামী হওয়ায়, স্কুল খুলেছে উত্তরপ্রদেশ (uttar pradesh) প্রশাসন। এর আগে নৈশ কার্ফুও তুলে দিয়েছিল রাজ্য প্রশাসন।
আশা জাগিয়ে দেশেও ক্রমশ কমছে কোভিড সংক্রমণ। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ২৫৩৯ জন। এখন দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্ত রয়েছেন ৩০,৭৯৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৬০ জন কোভিড আক্রান্তের। আশা জাগিয়ে দেশে কমেছে পজিটিভিটি রেটও। এখন দেশে পজিটিভিটি রেট ০.৩৫ শতাংশ। বুধবার থেকেই দেশে শুরু হয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ। দ্রুতগতিতে চলছে বাকিদের টিকাকরণও।
তবে মনসুখ মাণ্ডব্য বুধবার কর্মকর্তাদের উচ্চ-স্তরের বৈঠকে সতর্কতা বজায় রাখার কথা বলেন। করোনা সংক্রমণ এখন একটু কমলেও, সরকারি আধিকারিকরা যেন কোনওভাবেই গা-ছাড়া না দেন, সেই কথা বলেন। এই পরিস্থিতিতে তড়িত গতিতে জিনোম সিকোয়েন্সিং চালিয়ে যাওয়ার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশে কোভিড -১৯ সংক্রান্ত বিধিনিয়মে যাতে গা-ফিলতি না আসে, সেদিকে খেয়াল রাখার কথা বলেন ।
আরও পড়ুন: বায়ুদূষণে আর্থারাইটিস? IBD? বলছে গবেষণা
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )