![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
UP Poll 2022: উত্তরপ্রদেশে দ্বিতীয় দফায় বিজেপির ৮৫ জনের প্রার্থী তালিকায় রায়বরেলির প্রাক্তন কংগ্রেস বিধায়ক অদিতি
UP Election 2022: তালিকায় রয়েছে বর্তমান বিধায়ক হরিওম যাদবের নামও। তিনি সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিংহ যাদবের দূর সম্পর্কের আত্মীয়। তিনিও সম্প্রতি বিরোধী শিবির ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন।
![UP Poll 2022: উত্তরপ্রদেশে দ্বিতীয় দফায় বিজেপির ৮৫ জনের প্রার্থী তালিকায় রায়বরেলির প্রাক্তন কংগ্রেস বিধায়ক অদিতি UP Poll 2022: BJP releases its second list of candidates for the upcoming Assembly Election UP Poll 2022: উত্তরপ্রদেশে দ্বিতীয় দফায় বিজেপির ৮৫ জনের প্রার্থী তালিকায় রায়বরেলির প্রাক্তন কংগ্রেস বিধায়ক অদিতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/21/4a77fc22a3ed78229a56a296f4aebcc5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে দলের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। দ্বিতীয় দফায় ৮৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় নাম রয়েছে রায়বরেলি সদর আসনের বিধায়ক অদিতি সিংহর নামও। তিনি সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তালিকায় রয়েছে বর্তমান বিধায়ক হরিওম যাদবের নামও। তিনি সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিংহ যাদবের দূর সম্পর্কের আত্মীয়। তিনিও সম্প্রতি বিরোধী শিবির ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। অদিতি সিংহ ও হরিওম যাদব-উভয়কেই তাঁদের আসন যথাক্রমে রায়বরেলি সদর ও সিরাজগঞ্জ থেকেই প্রার্থী করেছে রাজ্যের শাসক দল।
আইপিএস ছেড়ে সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছিলেন অসীম অরুণ। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় ৮৫ জনের মধ্যে রয়েছে তাঁর নামও। তাঁকে কনৌজ সংরক্ষিত আসন থেকে প্রার্থী করা হয়েছে।
উল্লেখ্য, রায়বরেলি সদর আসন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর লোকসভা কেন্দ্র রায়বরেলির অন্তর্গত।
উত্তরপ্রদেশ বিধানসভার উপাধ্যক্ষ নিতিন আগরওয়ালও সমাজবাদী পার্টি ছেড়েছিলেন। তাঁকেও হারদোই আসনের প্রার্থী করেছে বিজেপি।
বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় ১৫ জন মহিলা। দুই দফায় রাজ্য বিধানসভার ৪০৩ আসনের মধ্যে ১৯৫ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি।
উল্লেখ্য, উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য গতকাল দ্বিতীয় দফার প্রার্থীতালিকা প্রকাশ করে কংগ্রেস। এর আগে প্রথম দফার প্রার্থীতালিকায় যেভাবে মহিলাদের গুরুত্ব দেওয়া হয়েছিল, গতকালও সেটাই দেখা গিয়েছিল। দ্বিতীয় দফায় যে ৪১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তার মধ্যে ১৬ জনই মহিলা। প্রথম দফায় ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে ৪০ শতাংশ মহিলা প্রার্থী।
এবার উত্তরপ্রদেশ বিধানসভার ৪০৩ আসনে সাত দফায় ভোট গ্রহণ করা হবে। প্রথম দফার ভোটগ্রহণ হবে ১০ ফেব্রুয়ারি। এই পর্বে পশ্চিম উত্তরপ্রদেশের ১১ জেলার ৫৮ আসনে ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় দফার ভোট হবে ১৪ ফেব্রুয়ারি, তৃতীয় দফার ভোট ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফার ভোচ ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফায় ভোট ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফার ভোট ৩ মার্চ। সপ্তম দফার ভোট ৭ মার্চ।
এদিন সমাজবাদী পার্টিকে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, বিজেপির শাসনে উত্তরপ্রদেশের ব্যাপক উন্নতি হয়েছে। প্রদেশের সচেতন মানুষ আর বিরোধীদের আকাঙ্খা পূরণের কোনও সুযোগ দেবে না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)