India Economic Growth: বৃদ্ধির গতি আরও শ্লথ! বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টে বিপদের ইঙ্গিত, বাড়ছে উদ্বেগ
Economic Growth Forecast: বর্তমান সময়ে বিশ্ব অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব ব্যাঙ্ক। তাতে বলা হয়েছে, "২০২২-'২৩ অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার আরও কমে ৭.৫ শতাংশ হতে পারে।
নয়াদিল্লি: ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার হ্রাস পাবে বলে জানাল বিশ্ব ব্যাঙ্ক। তাদের হিসেব অনুযায়ী, ওই অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার দাঁড়াতে পারে ৭.৫ শতাংশে। এর আগে যদিও বিশ্ব ব্যাঙ্কই (World Bank) ভবিষ্যদ্বাণী করেছিল, ভারতের আর্থিক বৃদ্ধির (Economic Growth Forecast) হার ৮ শতাংশে পৌঁছতে পারে। কিন্তু পুনর্মূল্যায়নের পর ভারতের আর্থিক বৃদ্ধির হারে কাটছাঁট করা হল।
ভারতের বৃদ্ধির হারে আরও কাটছাঁট করল বিশ্ব ব্যাঙ্ক
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি (Inflation), পণ্য সরবরাহে বাধা-বিঘ্ন এবং ভূরাজনৈতিক অস্থিরতার কথা মাথায় রেখেই এই কাটছাঁট বলে জানা গিয়েছে। ২০২২-'২৩ অর্থবর্ষে (এপ্রিল ২০২২ থেকে মার্চ ২০২৩) এই নিয়ে দ্বিতীয় বার ভারতের জিডিপি-র হারে কাটছাঁট করল বিশ্ব ব্যাঙ্কই। এর আগে ৮.৭ শতাংশ থেকে কমিয়ে বৃদ্ধির হার ৮ শতাংশে নামিয়েছিল তারা। এ বার তার থেকেও কমিয়ে ৭.৫ শতাংশের পূর্বাভাস দিল (India Economic Growth)।
বর্তমান সময়ে বিশ্ব অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব ব্যাঙ্ক। তাতে বলা হয়েছে, "২০২২-'২৩ অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার আরও কমে ৭.৫ শতাংশ হবে বলে অনুমান। মুদ্রাস্ফীতি, পণ্য সরবরাহে বাধা-বিপত্তি, ভূরাজনৈতিক অস্থিরতা যার জেরে অতিমারি পরবর্তী অর্থনীতি স্বাভাবিক ছন্দে ফিরতেই পারছে না, তার জেরেই বৃদ্ধির গতি শিথিল হওয়ার সম্ভাবনা রয়েছে। "
আরও পড়ুন: Stock Market Closing: মঙ্গলে অমঙ্গলের ইঙ্গিত ! ৫৮০ পয়েন্ট পড়ল সেনসেক্স
বিশ্ব ব্যাঙ্কের মতো, সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে স্থায়ী বিনিয়োগ, বাণিজ্য সহায়ক পরিবেশ কিছুটা হলেও আশা জোগাচ্ছে। কিন্তু যতটা বৃদ্ধি হবে বলে আশা করা হয়েছিল জানুয়ারি মাসে, তার চেয়ে বৃদ্ধির হার ১.২ শতাংশ কমই থাকবে বলে মত তাদের। শুধু তাই নয়, ২০২৩-'২৪ অর্থবর্ষের শুরুতে বৃদ্ধির হার আরও কম, ৭.১ শতাংশের আশেপাশে থাকবে বলেও দাবি বিশ্ব ব্যাঙ্কের।
লাগাতার মূল্যবৃদ্ধির ফলে জ্বালানি থেকে নিত্যপণ্য, কোনও কিছুই ছোঁয়া যাচ্ছে না। এপ্রিল মাসে পাইকারি ব্যবসায় মুদ্রাস্ফীতির হারে রেকর্ড বৃদ্ধি দেখা গিয়েছে, ১৫।.০৮ শতাংশ। খুচরো মুদ্রাস্ফীতি রয়েছে ৭.৭৯ শতাংশে, গত আট বছরে যা সর্বোচ্চ।
সুদের হার বাড়ানোর পরিকল্পনা রিজার্ভ ব্যাঙ্কের!
মুদ্রাস্ফীতির এই লাগামছাড়া বৃদ্ধিতে আগেভাগে কোনও ঘোষণা ছাড়াই সম্প্রতি জরুরি বৈঠক করতে হয় রিজার্ভ ব্যাঙ্ককে। খুব শীঘ্রই সুদের হারে তারা ৪০ বেসিস পয়েন্ট বাড়াতে চলেছে বলে সূত্রের খবর। তবে শুধু বিশ্ব ব্যাঙ্কই নয়, ভারতের সম্ভাব্য বৃদ্ধির হারের এর আগে কাটছাঁট করতে দেখা যায় মুডি'জ গ্রোথ ফোরকাস্ট সংস্থাকে। গত মাসে তারা জানায়, মুদ্রাস্ফীতির জেরে ভারতের বৃদ্ধির হার পূর্বঘোষিত ৯.১ থেকে কমে ৮.৮ শতাংশে নেমে যেতে পারে। এস অ্যান্ড পি গ্লোবাল রেটিংসের দাবি, ২০২২-'২৩ অর্থবর্ষে ভারতের সম্ভাব্য বৃদ্ধির হার ৭.৮ শতাংশ থেকে কমে হতে পারে ৭.৩ শতাংশ।