MS Dhoni: ধোনির পা ছুঁয়ে এসেছিলেন খবরের শিরোনামে, গুজরাতে দুর্ঘটনায় প্রাণ হারালেন সেই মাহি-অনুরাগী জয়
Indian Premier League: ২০২৪ সালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তিনি নিরাপত্তাবেষ্টনী পার করে মাঠে ঢুকে পড়েছিলেন। ধোনির পা ছুঁয়ে প্রণামও করেন জয় জানি।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের আইকন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। গোটা দেশ জুড়ে তাঁর কোটি কোটি সমর্থক রয়েছে। এমনই এক সমর্থক ছিলেন জয় জানি। ২০২৪ সালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তিনি নিরাপত্তাবেষ্টনী পার করে মাঠে ঢুকে পড়েছিলেন। ধোনির পা ছুঁয়ে প্রণামও করেন তিনি। সেই আবেগঘন ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। সেই জয় জানিই দুর্ঘটনায় প্রাণ হারালেন।
গুজরাত নিউজ়ের রিপোর্ট অনুযায়ী ভাবনগর জেলার রাবারিকা গ্রামের বাসিন্দা জয় জানির ট্রাক্টর উল্টে মৃত্যু হয়েছে। তিনি নিজের ট্রাক্টর চেপে নিজের খেতেই যাচ্ছিলেন। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। রিপোর্ট দাবি করা হচ্ছে যে ট্রাক্টরটি একেবারে উল্টে পাল্টে যায় এবং তাতেই গুরুতর চোট পান জয় জানি। তার আঘাত এতটাই গুরুতর ছিল যে শেষমেশ তাঁর প্রাণহানি হয়। এই ঘটনাটিতে অ্যাক্সিডেন্টের মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ তদন্তও করছে।
জয়ের এই মৃত্যুর খবর সকলকেই বেশ চমকে দিয়েছে। তিনি সেই সাক্ষাতের পর সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল তো হনই, তাঁর জনপ্রিয়তাও উত্তর উত্তর বৃদ্ধি পায়। ধোনি সংক্রান্ত না না ভিডিও, খবর পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হন জয়। ইনস্টাগ্রামে ২০ হাজারেরও অধিক ফলোয়ার রয়েছে তাঁর। জয়ের ধোনি আশিক অফিশিয়াল নামক ইউটিউব চ্যানেলেও ১৩ হাজারের ওপর সাবস্ক্রাইবার রয়েছে। তবে তাঁকে আর ধোনিকে নিয়ে কোনও কনটেন্ট তৈরি করতে দেখা যাবে না।
প্রসঙ্গত, জয়ের মতো সকল ধোনিভক্তরাই প্রতি বছর আইপিএলের অপেক্ষায় থাকেন কেবল একটিই কারণে। তাঁদের প্রিয় ক্রিকেটারকে যে কেবল এই টুর্নামেন্টেই খেলতে দেখা যায়। তাই বহুদিন ৪০-র গণ্ডি পার করা ধোনি পরের বারের আইপিএল খেলবেন কি না, সেই প্রশ্ন করা হয়, জল্পনা শোনা যায়। ২০২৬ সালের আইপিএলে ধোনিকে দেখা যাবে কি না, সেই নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে।
ধোনিকে বারংবার এই প্রশ্ন করা হলেও, তিনি স্পষ্টভাবে বারংবার জানিয়েছেন যে তাঁর আইপিএলে খেলাটা তাঁর নিজের সিদ্ধান্তের ওপর নয়, তাঁর ফিটনেস কেমন, শরীর আদৌ দেবে কি না, তার ওপর নির্ভরশীল। অবশেষে ধোনির ডাক্তার তাঁর শরীর নিয়ে কী বলেছেন, তা জানালেন চেন্নাই সুপার কিংস তারকা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘোরাঘুরি করছে। সেখানে ধোনিকে নিজের ফিটনেস সম্পর্কে বলতে শোনা যাচ্ছে, 'আমাকে ডাক্তার জানিয়েছেন যে আমি পরবর্তী পাঁচ বছর খেলা চালিয়ে যেতে পারি, তবে সেটা শুধু চোখ দিয়ে। বাকি শরীরের ফিটনেস নিয়ে আমায় এখনও ছাড়পত্র দেওয়া হয়নি। আর আমি তো চোখ দিয়ে ক্রিকেট খেলতে পারব না।'






















